• মেগা সমাবেশ থেকে নির্বাচন কমিশনের কাছে ৫ দাবি ইন্ডিয়া জোটের...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে একজোট বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। ওয়েকিবহাল মহলের মতে, ভোটের আগে এ যেন নিজেদের শক্তি প্রদর্শন করল বিরোধী জোট। উপস্থিত ছিলেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মুক্তির দাবি তুলেছেন তাঁরা। দেশের গণতন্ত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন । সমাবেশ থেকেই নির্বাচন কমিশনের কাছে ৫টি দাবি রাখেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেন, বিরোধী দলগুলোর আর্থিক পরিস্থিতি জোর করে নষ্ট করার প্রচেষ্টা বন্ধ করা উচিত অবিলম্বে। ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের পদক্ষেপও বন্ধ করা উচিত। ইলেক্টোরাল বন্ডের তদন্তের জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট গঠন। বিরোধী দলগুলির যেসব অ্যাকাউন্ট ফ্রিজ করা সেগুলি স্বাভাবিক করা হোক। লোকসভা ভোটে সব দলের জন্য সমান অধিকার নিশ্চিত করুক নির্বাচন কমিশন।
  • Link to this news (আজকাল)