• বিপর্যস্ত জলপাইগুড়ি, নির্বাচনী বিধি মেনে ক্ষতিপূরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শেষ চৈত্রে ঝড়ের দাপট। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ময়নাগুড়ি সহ জলপাইগুড়ির একাধিক এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৪ জনের, আহত অন্তত ৫০। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গেই লিখেছেন, জেলা প্রশাসন নিয়ম মেনে এবং লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি অনুযায়ী নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেবে। রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে দমকা হওয়া, শিলাবৃষ্টি শুরু হয়। ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা, বন্ধ রাস্তাঘাট। আহত অন্তত ৫০ জন। আহতদের সংখ্যা বাড়ার আশঙ্কা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। জানা গিয়েছে, সোমবার তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ঘটনায় দুঃখ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, "এটা জেনে দুঃখিত যে, হঠাৎ প্রবল বর্ষণ এবং ঝোড়ো হাওয়ার আজ বিকেল জলপাইগুড়ি, ময়নাগুড়ি এলাকায় বিপর্যয় ঘটেছে। যার মধ্যে রয়েছে মানুষের প্রাণহানি, আঘাত, বাড়ির ক্ষতি, গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া, ইত্যাদি। " পোস্টেই জানিয়েছেন জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কিউআরটি দল বিপর্যয় মোকাবিলার এবং ত্রাণ সরবরাহ করার কাজ করছে। ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। মমতা ব্যানার্জি লিখেছেন, জেলা প্রশাসন নিয়ম মেনে এবং লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি মেনে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেবে। সঙ্গেই তিনি পাশে থাকার বার্তা দিয়ে লিখেছেন, "আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং আমি নিশ্চিত, জেলা প্রশাসন উদ্ধার এবং ত্রাণ প্রদানে জন্য সমস্তরকম ব্যবস্থা গ্রহণ করবে।"
  • Link to this news (আজকাল)