• কয়েক মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, মৃত ৪, আহত বহু...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স : কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ময়নাগুড়ি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা। মৃত্যু হয়েছে ৪ জনের, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জনের বেশি। বিকেল হতেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। হটাৎ ঝোড়ো হওয়া এবং শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ ও পুটিমারি এলাকা। বার্নিশ গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় ব্যাপক ক্ষতি হয়। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। গাছ ভেঙে রাস্তাঘাট প্রায় অবরুদ্ধ। ভেঙে পড়া বাড়ি ও গাছ চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৫০ জনের বেশি। আহতদের সংখ্যা বাড়ছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান ময়নাগুড়ি ব্লক বিডিও। ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী সহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। উদ্ধারকাজে নেমেছে কুইক রেসপন্স টিম। আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)