• গেদে স্টেশন থেকে ৪ সোনা পাচারকারীকে আটক করল বিএসএফ
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৎপরতা চলছে নিরাপত্তা নিয়ে। তার মধ্যেই বিশেষ অভিযানে নদিয়া জেলার গেদে রেল স্টেশন থেকে চার সোনা পাচারকারীকে আটক করল বর্ডার সিকিউরিটি ফোর্স। তাদের কাছ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের বিদেশি সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছিল ওই বিপুল পরিমাণ সোনা। অন্যদিকে, গত ২৭ মার্চ বন্দরের স্পেশাল ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ প্রায় ২ কোটি মূল্যের মাদক ট্যাবলেট উদ্ধার করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
  • Link to this news (আজকাল)