• 'প্রশাসন যা করার, করবে', জলপাইগুড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
    ২৪ ঘন্টা | ০১ এপ্রিল ২০২৪
  • প্রবীর চক্রবর্তী: প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের পাশে রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী। বললেন, 'আদর্শ নির্বাচন বিধি চলছে। প্রশাসন যা করার, সব করবে'।

    ঘটনাটি ঠিক কী? চৈত্রের শেষে ভয়ঙ্কর কালীবৈশাখী।  ঘড়িতে তখন ৩টে। এদিন দুপুরে আচমকাই কালো মেঘে ঢেকে যায় জলপাইগুড়ি আকাশ। শুরু হয় ঝড়। সঙ্গে শিলাবৃষ্টি। ঝড়ের দাপটের ভেঙে পড়েছে অসংখ্য গাছ। এমনকী, রক্ষা পায়নি বাড়িও। জেলা প্রশাসন সূত্রে খবর, গাছ ভেঙে পড়ে বহু বাড়ি, টোটো ও মোটর সাইকেলের ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ জন। জখম কমপক্ষে ৬০ জন।জলপাইগুড়িতে দুর্যোগে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্য়ান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, 'আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং দুর্গতদের সবরকম সাহায্য করতে বলেছি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদেরও বলছি, দুর্গতদের সাহায্য করুন'। একই অবস্থা আলিপুরদুয়ারেও। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার ১ নম্বর ও  কুমারগ্রাম ব্লকে। ভেঙে পড়েছে অসংখ্যা। উপড়ে গিয়েছে বিদ্যুতে খুঁটিও। এলাকায় এখন বিদ্যুৎবিচ্ছিন্ন। তবে হতাহতের কোনও খবর নেই। 
  • Link to this news (২৪ ঘন্টা)