ছোট্ট এক ছেলে। তবে তার ভিডিয়ো দেখলেই মন ভালো হয়ে যায় এক নিমেষে। কখনও নিজের গ্রামের গল্প, কখনও আবার বোনের সঙ্গে খুনসুটি, বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা নিয়ে ছোট ছোট ভ্লগ বানিয়ে পাকিস্তান সহ গোটা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছিল সে। তার সেইসব ভ্ল দেখলে 'মুখ গোমরাদের' ঠোঁটেও কোণে হাসির রেখা ফুটে উঠবে। সে পাকিস্তানের কনিষ্ঠতম ভ্লাগর মহম্মদ সিরাজ। এবার সে বসল পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে। তাকে নিজের আসন ছেড়ে দিয়ে আনন্দিত হলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। সিরাজের সঙ্গে খোশগল্পেও মাতলেন তিনি। এক ফাঁকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসল সিরাজ। শেহবাজ শরিফের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল।
সোশ্য়াল মিডিয়ার দৌলতে মহম্মদ সিরাজ বেশ পরিচিত নেটিজেনদের কাছে। সোশ্য়াল মিডিয়ায় যাঁরা ইউটিউবার, ভ্লগারদের ফলো করেন তাঁদের অনেকেই ভালোবাসেন ছোট্ট মহম্মদের ভ্লগ দেখতে। ছয় বছর বয়সী মহম্মদ গিলগিট-বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা। এই খুদের ভ্লগেই সঙ্গী থাকে তার ছোট বোন মুসকান। ছোট্ট সিরাজ পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বোন মুসকানকে সঙ্গে নিয়ে দেখা করতে এসেছিল। নিজের ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎ-পর্বের সবটুকু ভিডিয়ো তুলে ধরেছে খুদে। প্রথমেই পাক সিরাজের সঙ্গে করমর্দন করে স্বাগত জানাতে দেখা যায় পাক প্রধানমন্ত্রীকে। তারপর হঠাৎ প্রোটোকল ভেঙে নিজের ছোট্ট সিরাজের জন্য নিজের আসন ছেড়ে দেন পাক প্রধানমন্ত্রী। নিজের চেয়ার থেকে উঠে সিরাজকে সেখানে বসতে দেন শাহবাজ শরিফ। আর তখনই ঘরে উচ্ছ্বাস আর হাততালির আওয়াজ ওঠে। হাততালি দিতে দেখা যায় পাক প্রধানমন্ত্রীকেও। ছোট্ট সিরাজের চোখ মুখ তখন খুশিতে ডগমগ। একরত্তির হাসিতে তখন ঘর আলোকিত হয়ে উঠেছে। তার গলায়, 'আজ আমি প্রধানমন্ত্রী।' ছোট্ট সিরাজের এই মিষ্টি ভিডিয়ো ভিউ পেয়েছে ৫০ লাখেরও বেশি। পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিরাজের সঙ্গে সাক্ষাৎ-পর্বের বিষয়টি পোস্ট করেন শেহবাজ। লিখেছেন, 'এই তরতাজা খুদে ভ্লগার, সিরাজ ও মুসকানকে স্বাগত জানাতে পেরে খুবই উচ্ছ্বসিত আমি।'
দেখুন শাহবাজ শরিফের পোস্ট করা সেই ভিডিয়ো
View this post on InstagramA post shared by Shehbaz Sharif (@shehbazsharif)
মুহূর্তের মধ্য়ে ভাইরাল হয়েছে শেহবাজের এই পোস্ট। কমেন্টের বন্যা। এক নেটিজেন লিখেছেন, 'সরকারি কর্তাব্য়ক্তিরা স্বীকৃতি জানাচ্ছেন। বিষয়টির প্রশংসা করা দরকার আমাদের সকলের।' কিছুদিন আগে ইউটিউবের তরফে 'সিলভার প্লে বটন'-এর স্বীকৃতি পেয়েছে মহম্মদ সিরাজ। তার ইউটিউব চ্য়ানেলের সাবস্ক্রাইবার এক লাখ ছাড়িয়ে যাওয়ায় ইউটিউবের তরফে মিলছে এই স্বীকৃতি। এবার তার থেকেও বড় স্বীকৃতি মিলল। স্বয়ং পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ মিলল খুদে এই ভ্লগারের। যেমন-তেমন নয়, সেখানেও চমক। মিলল প্রধানমন্ত্রীর আসনে বসার সুযোগ। পাশে দাঁড়িয়ে বোন মুসকান। তবে এত কিছুর মধ্যে খুদে এই ভ্লগার ফের নিজের সাজানো গ্রামেই ফিরে যেতে চায়। বানাতে চায় আরও অনেক ভ্লগ, মন রাখতে চায় দর্শকদের। সে ভবিষ্যতে আরও ভালো ভালো ভ্লগ বানিয়ে মন ভালো রাখার রসদ জোগাবে বলে আশা রাখেছেন অনুরাগীরাও।