• Katchatheevu : কংগ্রেসের পর মোদীর নিশানায় DMK, কচ্ছতিভু দ্বীপ নিয়ে অজানা তথ্য ফাঁস জয়শংকরের
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • কচ্ছতিভু দ্বীপ নিয়ে একের পর এক তথ্য ফাঁস হওয়ার কথা প্রকাশ্যে আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের পর এবার তাঁর নিশানায় DMK। স্ট্যালিনের দলের দ্বিচারিতা সকলের সামনে এসে গিয়েছে বলে মন্তব্য নমোর। এদিকে, কী ভাবে ভারতের অংশ এই কচ্ছতিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া হয়েছিল, তা নিয়ে ব্যাখ্যা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

    নমোর নিশানায় DMKDMK সাংসদ প্রয়াত এরা শেহজিয়ানের একটি মন্তব্য সোমবার শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি ইন্দিরা গান্ধীর স্বাক্ষর করা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সামুদ্রিক চুক্তি প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দেন। কচ্ছতিভু দ্বীপ নিয়ে তৎকালীন কংগ্রেস সরকারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই চুক্তিকে 'আনহোলি অ্যাগ্রিমেন্ট' বলে উল্লেখ করেন।নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'সমস্ত কিছু একদিকে সরিয়ে রাখলাম। কিন্তু, তামিলনড়ুর স্বার্থেও DMK কোনও পদক্ষেপ নেয়নি। কচ্ছতিভু নিয়ে যে নতুন তথ্যগুলি উঠে আসছে তাতে DMK-র দ্বিচারিতার মুখোশ খুলে পড়ছে। কংগ্রেস এবং DMK একজোট হয়ে এই কাজ করেছিল। তারা কেবলমাত্র নিজের পরিবারের কথা চিন্তা করে। আর কারো জন্য ওদের কোনও চিন্তা নেই। কচ্ছতিভু নিয়ে তাদের নির্মম সিদ্ধান্ত আমাদের গরিব মৎস্যজীবীদের উপর প্রভাব ফেলেছে।'

    বিদেশমন্ত্রীর ব্যাখ্যাকচ্ছতিভু ইস্যু নিয়ে আসরে নেমে পড়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বিদেশমন্ত্রী এস জয়শংকর একটি সাংবাদিক বৈঠক করে এই মামলা নিয়ে বিস্তারিত ব্য়াখ্যা দিলেন। তিনি বলেন, '১৯৭৪ সালে ভারত এবং শ্রীলঙ্কা একটি সমঝোতা করেছিল। একটি সামুদ্রিক সীমানা তৈরি করা হয়েছিল সে সময়। আর ভারতের অংশ কচ্ছতিভু দ্বীপকে সীমানার ওপ্রান্তে ফেলে দেওয়া হয়েছিল।' এখানেই থেমে থাকেননি এস জয়শংকর। তাঁর কথায়, 'কংগ্রেস এবং DMK এই কচ্ছতিভু মামলা নিয়ে কোনও দায়িত্বই নিতে চায়নি। আমরা জানি এই কাণ্ড কে ঘটিয়েছিলেন। কে বিষয়টি চেপে দিয়েছিলেন। তবে জনগণের সম্পূর্ণ সত্যিটা জানার অধিকার রয়েছে।

    সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী আরও বলেন, 'গত ২০ বছরে ৬ হাজার ১৮৪ ভারতীয় মৎস্যজীবী শ্রীলঙ্কায় আটক হয়েছেন। এই সময়ের মধ্যে ১ হাজার ১৭৫ ভারতীয় মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। গচ পাঁচ বছর ধরে কচ্ছতিভু দ্বীপের মামলা বারবার সংসদে আলোচনা করা হয়েছে। তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী আমায় অনেকবার চিঠি লিখেছিলেন। আমার রেকর্ড মোতাবেক, বর্তমান মুখ্যমন্ত্রীকেও আমি ২১ বার এই নিয়ে অবস্থান জানিয়েছি।'
  • Link to this news (এই সময়)