তখন বিমানবন্দরে চূড়ান্ত ব্যস্ততা। যাত্রী-কর্মী সকলেই ব্য়স্ত। আচমকাই অঘটন। আর এরকম ঘটনা একেবারেই প্রত্যাশিত নয় বিমানবন্দরের মতো জায়গায়। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে রড়ল বিমানবন্দরের সিলিংয়ের একাংশ। ঘটনায় আতঙ্কিত হয়ে তখন এদিক সেদিক ছুটোছুটি করছেন সকলে।অসমের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দোলই আন্তর্জাতিক বিমানবন্দরে সিলিং ভেঙে পড়ে বিপত্তি। রবিবার ঝড়-বৃষ্টিতে অসমে ক্ষয়ক্ষতি হয়। প্রবল ঝড়-বৃষ্টির কারণে বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে। সমাজ মাধ্যমে সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায় আর পাঁচটা দিনের এয়ারপোর্টের ভিতর তখন ব্যস্ততা। যাত্রীরাও হাঁটচলা করছেন। হঠাৎই ছাদের একাংশ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। অনেকেই চিৎকার-চেচামেচি, কান্নাকাটি শুরু করেন। ছাদ ভেঙে পড়ার বিপত্তির জেরে কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতেও দেখা যায়। তবে যে জায়গায় ছাদের অংশ ভেঙে পড়ে সেখানে তখন কেউ ছিলেন না। ফলে কেউ জখম হননি। তবে কেউ সেখানে দাঁড়িয়ে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।
গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দোলই বিমানবন্দরটি রয়েছে আদানি গোষ্ঠীর তত্ত্বাবধানে। সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্য বিমানবন্দর আধিকারিক উৎপল বড়ুয়া জানান, গুয়াাহাটি এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হয়। ঝড়ের দাপটে রাস্তায় অয়েল ইন্ডিয়া কমপ্লেক্সের কাছে একটি গাছ ভেঙে পড়ে। ওই গাছের ধাক্কাতেই ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাদের একাংশ। ভাঙা অংশ দিয়ে বিমানবন্দরে বৃষ্টির জলও ঢুকতে শুরু করে। তবে ঘটনায় কেউ আহত হননি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বলেন, 'নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। যাত্রীরা যাতে কোনও অসুবিধার মুখোমুখি না হন সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঝড়বৃষ্টির কারণে কমে যায় দৃশ্যমানতা। রুট বদল করতে হয়েছে ছ'টি বিমানের।
যে ছ'টি বিমান অন্য পথে ঘুরিয়ে দিতে হয়েছে সেগুলি ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। বিমানগুলিকে পাঠানো হয়েছে আগরতলা ও কলকাতা বিমানবন্দরের দিকে। আবহাওয়ার খারাপ থাকার কারণে বেশ কয়েকটি বিমান অবতরণে দেরিও হয়েছে। নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতেও গুয়াহাটি পৌঁছয় বিমানগুলি। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।