চিতাবাঘের মাথায় ঘুষি ৫০-এর প্রৌঢ়ের, তারপর...
২৪ ঘন্টা | ০১ এপ্রিল ২০২৪
অরূপ বসাক: চিতাবাঘকে ঘুসি মেরে প্রানে বাঁচলো দিনমজুর। ঘুসি খেয়ে বাঘ পালালো চা বাগানে।চিতাবাঘকে ঘুসি মেরে প্রানে বাঁচলো এক দিনমজুর। যদিও অসম লড়াইয়ে জখম হল ওই দিনমজুর নিজেও। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খাস বস্তি এলাকায়। জখম ব্যাক্তির নাম হেপনা মাঝি। তাঁর বয়স ৫০।
মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খাস বস্তি এলাকায় রয়েছে কয়েকটি ছোট চাবাগান ও ঝোপঝাড়। ফাঁকা মাঠে অনেকে গরু চরায়। এই রকম ভাবে হেপনা মাঝিরও গরু ছিল মাঠে। হেপনা মাঝি নিজের গরু আনতে মাঠে যায়। সেইসময় চাবাগানে ঝোপের ঘাপটি মেরে বসে ছিল চিতাবাঘ। কাছে যেতেই চিতাবাঘ ঝাপিয়ে পড়ে হেপনার উপর। প্রাণ বাঁচাতে চিতাবাঘের মাথায় বসিয়ে দেয় নিজের শক্তি দিয়ে দু-চার ঘুসি।চিতাবাঘের ধাক্কায় ছিটকে পড়ে মাটিতে। এরপর চিতাবাঘ চাবাগানের মধ্যে পালিয়ে যায়। চিতাবাঘের গর্জন ও হেপনা মাঝির চিৎকারে ছুটে আসে কিছু মানুষ। মানুষজন তাকে উদ্ধার করে দ্রুত শুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসার পর আপাতত বাড়িতে রয়েছেন তিনি। নিজের বাড়িতে বসে জানান, ‘সামনাসামনি হামলা করেছিল, উপায় না দেখে প্রান বাঁচতে ঘুসি মারতে বাধ্য হই’। তাঁর মাথাতেও আঘাত রয়েছে।বন্যপ্রান বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘আমরা চিতাবাঘটির উপর নজর রাখছি। আহত ব্যাক্তির চিকিৎসার খরচ বনদফতর বহন করবে’।প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল চালসার কাছে ডাঙ্গি চা বাগানে পাতা তোলার সময় চিতাবাঘের হামলায় জখম হয় এক মহিলা।
Link to this news (২৪ ঘন্টা)