ঝড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গের খোঁজ নিতে মমতাকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের
এই সময় | ০১ এপ্রিল ২০২৪
কয়েক মুহূর্তের ঝড়ে রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। রাতেই জলপাইগুড়িতে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। সোমবার সকাল থেকেই প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। সাহায্য করছেন প্রশাসনকে। এবার দুর্যোগ নিয়ে খবর নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।বাংলায় টুইট করেছেন অমিত শাহ। তিনি লিখেছেন, 'ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।'
ঝড়ে প্রভাবিত অসমও। সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেছেন অমিত শাহ। সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন সেই কথাও। অহমিয়াতেও টুইট করেছেন অমিত শাহ।
উল্লেখ্য, রবিবার রাত জেগে জলপাইগুড়ির পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা মনিটর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। আহতদের হাসপাতালে দেখতে যান। মূলত যে সমস্ত এলাকার উপর প্রভাব পড়েছে সেখানে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেছেন তিনি। পাশাপাশি পরিস্থিতির উপর কড়া নজর রাখেন।
এদিকে সোমবার ভোরেই জলপাইগুড়ির উদ্দেশে রওনা হয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোরবেলা তিনি বাগডোগরার পথে রওনা দেন। জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাজ্যপাল। রবিবার রাজ্যপাল জানান, তিনি নিজে পরিস্থিতির তদারকি করবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন। তাঁর যা যা করণীয় করবেন বলে জানান রাজ্যপাল।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলপাইগুড়িতে মিনি টর্নেডো হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি ছিল বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে গতিবেগ প্রসঙ্গে এখনও কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি বলেও হাওয়া অফিস সূত্রে খবর।
যদিও এর জন্য উপযুক্ত তথ্য প্রয়োজন বলে মনে করছেন আবহবিদরা। প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনমতো পদক্ষেপ করছে প্রশাসন।