• Arvind Kejriwal News : আদালতে বড় ধাক্কা, ১৫ এপ্রিল পর্যন্ত কেজরির জেল হেফাজতের নির্দেশ
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এবার জেল হেফাজতে পাঠানো হল অরবিন্দ কেজরিওয়ালকে। বড়সড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।উল্লেখ্য, হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এদিন আদালতে কেজরিওয়ালকে হেফাজতে চাওয়ার জন্য সওয়াল করা হয়নি। এরপরই বিচারক দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই মুহূর্তে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন ED-র আইনজীবী এস ভি রাজু।

    প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ বাসভবন থেকে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁকে এই মামলায় মোট ন'বার সমন পাঠিয়েছিল কমিশন। কিন্তু, তিনি একবারের জন্যও হাজিরা দেননি। এরপরই ED আধিকারিকরা ২১ মার্চ সন্ধ্যায় তাঁর বাসভবনে তল্লাশি অভিযানে যায়। ঘণ্টাদু'য়েকের জিজ্ঞাসাবাদ পর্ব শেষে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে।

    এদিন আদালতে পেশ করার সময় সংবাদমাধ্যমের উদ্দেশে অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'BJP যা করছে তা দেশের জন্য ভালো হচ্ছে না।' অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে রবিবার দিল্লির রামলীলা ময়দানে একজোট হয়েছিল INDIA। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মেহবুবা মুফতি, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, ডেরেক ও'ব্রায়েনরা কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ইন্ডিয়া জোটের মেগা মঞ্চে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের পত্নী সুনীতাও। তিনি বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল সিংহ। BJP বেশিদিন ওকে জেলবন্দি করে রাখতে পারবে না।' জেল থেকে পাঠানো স্বামীর চিঠি পড়ে শোনান সুনীতা কেজরিওয়াল। তিনি বলেন, 'আপনাদের প্রিয় কেজরিওয়াল জেল থেকে এই বার্তা পাঠিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার স্বামীকে জেলবন্দি করেছেন। আপনারা বলুন, প্রধানমন্ত্রী কি ঠিক কাজ করেছেন? আপনারা বিশ্বাস করেন, কেজরিওয়াল একজন সৎ দেশভক্ত? BJP-র নেতারা বলছেন, আমার স্বামীর উচিত দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা। আপনারা কি মনে করেন? আপনাদের কেজরিওয়াল সিংহ। তাঁকে বেশিদিন জেলবন্দি করে রাখা যাবে না।'

    জেল থেকেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ছ'টি গ্যারান্টি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল২৪X৭ বিদ্যুৎ পরিষেবাদেশের গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবাইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনলে প্রত্যেক এলাকায় সরকারি স্কুল তৈরি করা হবে। গরিব, ধনী সকল পরিবারের সন্তানের জন্যই সমান শিক্ষা ব্যবস্থা থাকবে।প্রত্যেক গ্রামে মহল্লা ক্লিনিক তৈরি হবে। মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রত্যেক মানুষকে সঠিক এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।স্বামীনাথন রিপোর্ট মোতাবেক কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে।দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
  • Link to this news (এই সময়)