• Lok Sabha Election 2024 News: ভোট দিতে যাওয়ার সময় ভুলেও রাখবেন না এই জিনিসগুলি, র‌ইল তালিকা
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • দুয়ারে লোকসভা ভোট। ভোটের মাঠে প্রচার কাজে নেমে পড়েছেন প্রার্থী। মিছিল, শ্লোগান, মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে চলছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে নানা বিষয় নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নির্বাচন নিয়ে নানা ধরণের প্রশ্নের উত্তর তারা খুঁজছেন ইন্টারনেটে। অনেকেই হয়তো জানেন না বেশ কয়েকটি জিনিস নিয়ে বুথে প্রবেশ করা যায় না। চেকিংয়ের সময় সেই জিনিসগুলি সমেত নিরাপত্তাকর্মীদের কাছে ধরা পড়লে ঝক্কি পোহাতে হতে পারে আপনাকে।ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে কোন কোন গ্যাজেট নিয়ে যাওয়া অনুমোদিত নয়?

    ভোটগ্রহণ কেন্দ্র তথা বুথের ভিতরে মোবাইল, ক্য়ামেরা, হেডফোন, স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়নি। এই সব জিনিসগুলি বুথে নিয়ে গেলে নিরাপত্তাকর্মীদের পশ্নের সম্মুখীন হতে পারেন আপনি। আপনার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে।

    কারা ভোট দিতে পারবেন?

    ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরাই একমাত্র ভোট দিতে পারবেন। নিজের নাম তালিকায় রয়েছে কিনা তা যাচাই করতে নির্বাচন কমিশনের Electoral Search সাইটে গিয়ে নিজের নাম, এলাকা দিয়ে সার্চ করে দেখে নেওয়ার সুযোগ রয়েছে।

    কী ভাবে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করবেন?

    নাম না থাকলে রেজিস্ট্রশন করাতে হবে। এর জন্য আবেদন করতে হবে সাইটে গিয়ে। তবে এই কাজ আপনাকে ভোটের বেশ কিছু দিন আগেই সেরে রাখতে হবে। সাধারণ ভোটার হলে জমা দিতে হবে ফর্ম ৬। বিদেশি ভোটার হলে ৬এ ফর্ম জমা দিতে হবে। কোনও রকম নাম, ঠিকানা যদি সংশোধন করতে হলে জমা দিতে হবে ৮ নম্বর।

    ইভিএম-এ ভোট দেওয়ার পদ্ধতি

    ইভিএম-এরর অর্থ হল ইলেক্ট্রনিক ভোটিং মেশিন। অন্যদিকে ভিভিপ্যাটের অর্থ হল ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। EVM মেশিনে ভোট দিতে হবে পছন্দের প্রার্থীর চিহ্নে বোতামে চাপ দিয়ে। বোতাম টিপলে সঠিক জায়গায় ভোট পড়ল কিনা তা দেখিয়ে দেবে ভিভিপ্যাট। ভিভিপ্যাটে একটি কাগজ উঠে আসবে। সেটি দেখা যায় মাত্র সাত সেকেন্ডে। সেখান থেকেই প্রার্থী যাচাই করে নিতে পারবে তথ্য।

    ভোট দিতে গিলে কী কী প্রয়োজনীয় নথি লাগবে?

    নিম্নোক্ত যে কোনও একটি আপনি ভোট দিতে যাওয়ার সময় নিয়ে যেতে পারেন পরিচয়পত্রের প্রমাণ হিসেবে।

    ইপিআইসি অর্থাৎ ভোটার আইডি কার্ড, পাসপোর্ট , ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র বা রাজ্য সরকার, পাবলিক সেক্টর ইউনিট বা পাবলিক লিমিটেড সংস্থা থেকে ইস্যু করা পরিচয়পত্র, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক ছবিসহ, প্যান কার্ড, আরজিআই-এর স্মার্ট কার্ড, মনরেগা জব কার্ড, আধার কার্ড।
  • Link to this news (এই সময়)