• জলপাইগুড়িতে 'মিনি টর্নেডো' বড় বিপদের ইঙ্গিত? মুখ খুললেন আবহাওয়া দফতরের কর্তা
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • কয়েক মিনিটের ঘূর্ণিঝড়, আর তাতেই কার্যত তছনছ জলপাইগুড়ি। বিস্তীর্ণ অঞ্চলে পড়েছে প্রভাব। মৃত্যু হয়েছে চার জনের। কিন্তু, কেন হঠাৎ রুদ্ররূপ নিল প্রকৃতি? জলবায়ু পরিবর্তনের প্রভাব কি প্রকারান্তে পড়তে শুরু করছে? উঠছে একগুচ্ছ প্রশ্ন।রবিবার ঘড়ির কাঁটা ৫টা ছুঁই ছুঁই। হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে জলপাইগুড়িতে। কিছু বোঝার আগেই দানবের মতো তাণ্ডব চালাতে থাকে ঘূর্ণিঝড়। প্রভাবিত জলপাইগুড়ি শহর সহ ধূপগুড়ি, ময়নাগুড়ি।

    জলপাইগুড়িতে কি টর্নেডো?

    জলপাইগুড়ির যে দৃশ্য সামনে এসেছে তাতে অনেকেই মনে করছেন সেখানে টর্নেডো হয়েছে। এই প্রসঙ্গে ঠিক কী বলছেন আবহবিদরা? সত্যিই কি টর্নেডো তাণ্ডব চালিয়েছে জলপাইগুড়িতে?

    বিষয়টি নিয়ে গ্যাংটক আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, 'এখনও পর্যন্ত যে প্রাথমিক যে তথ্য আমরা হাতে পাচ্ছি সেই মোতাবেক এই ঘটনা মিনি টর্নেডো। ঝড়ের গতিবেগ নিয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে যেভাবে গাছপালা ভেঙেছে সেই মোতাবেক ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারের উপরে ছিল বলেই অনুমান করা যাচ্ছে। তবে এখনও নির্দিষ্ট কোনও তথ্য আমাদের হাতে নেই।' উল্লেখযোগ্যভাবে, উত্তরবঙ্গের আবহাওয়ার উপর নজর রাখে গ্যাংটকের আবহাওয়া দফতরও।

    এদিকে জলপাইগুড়ির ঘটনায় আশঙ্কার কালো মেঘ দেখছেন জিওমর্ফোলজিস্ট ড. সুজীব কর। তিনি বলেন, ‘এই মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রা এবং ভূমিভাগের তাপমাত্রা যে অবস্থায় রয়েছে, তাতে যে কোনও মুহূর্তে এই ধরনের সাইক্লোন তৈরি হতে পারে।’ তিনি আরও বলেন, ‘এই ঝড় বেশি স্থায়ী হয় না। তবে ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি হয়। জলপাইগুড়ির ঝড়টা টর্নেডো। এখন যে পরিস্থিতি রয়েছে তাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটতে পারে।’

    Jalpaiguri Storm : হঠাৎ ঝড়ের তাণ্ডবে তছনছ জলপাইগুড়ি

    যদিও এখন থেকেই জলপাইগুড়ির ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজতে নারাজ গোপীনাথ রাহা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘টর্নেডো খুব অল্প জায়গায় মধ্য দিয়ে যায়। ফলে যেটুকু জায়গায় মধ্যে দিয়ে যায় সেটা অনেকটাই ক্ষতি করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে কিনা তা এভাবে বলা সম্ভব নয়। এর জন্যও আমাদের সমস্ত দিক খতিয়ে দেখতে হবে।’

    রাতেই জলপাইগুড়িতে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়িতে।
  • Link to this news (এই সময়)