এই সময়, সন্দেশখালি: সন্দেশখালি কাণ্ডের পর রবিবারই প্রথম সন্দেশখালির মাটিতে পা রাখলেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। প্রার্থীকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন সন্দেশখালির তৃণমূল নেতা-কর্মীরা। সন্দেশখালিতে পৌঁছতেই কর্মী-সমর্থকরা শাঁখ বাজিয়ে ফুলের মালা হাতে বেরিয়ে এলেন হাজি নুরুল ইসলামকে বরণ করতে।অন্য দিকে, রবিবার বিকেলে সন্দেশখালির-১ নম্বর ব্লকের ন্যাজাটে একটি কীর্তনের আসরে অংশ নিয়ে জনসংযোগ সারলেন বসিরহাটের বিজেপি, প্রার্থী সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্র। রবিবার ছুটির দিনে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম সন্দেশখালিতে আসেন। এ দিন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো প্রার্থীকে সঙ্গে নিয়ে ধামাখালি ফেরিঘাটে পৌঁছন বেলা সাড়ে ১১ টা নাগাদ।
নদীর ঘাটেই দলীয় কর্মী-সমর্থকরা নুরুলকে স্বাগত জানান। শিক্ষা কর্মাধ্যক্ষ মেঘনাদ মণ্ডল-সহ তৃণমূলের ব্লকের নেতারা পুষ্পস্তবক দিয়ে হাজি নুরুল ইসলামকে অভ্যর্থনা জানান। সন্দেশখালিতে এদিন হাজি নুরুলের প্রচারসঙ্গী ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দোপাধ্যায়-সহ এলাকার তৃণমূল নেতারা।
যন্ত্রচালিত নৌকায় করে বড় কলাগাছি নদী পেরিয়ে তৃণমূল প্রার্থী সন্দেশখালির ঘাটে নামেন। এলাকার মানুষ তাঁকে স্বাগত জানান। সেখান থেকে খানিক পথ পায়ে হেঁটে ও পরে টোটোয় চেপে হাজি নুরুল প্রথমে যান স্থানীয় অভিযাত্রী সঙ্ঘের কাছে কালীমন্দিরে। সন্দেশখালিতে হাজি নুরুলকে পেয়ে দলের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থক সকলেই খুশি।
সন্দেশখালি ত্রিমোহনীতে এসে পথসভা সেরে হাজি নুরুল ইসলাম বলেন, ‘সন্দেশখালি নিয়ে লাগাতার মিথ্যা, কুৎসায় তৃণমূলের কোনও ক্ষতি হয়নি। বরং আরও সঙ্ঘবদ্ধ হয়েছে দল। আমাদের জয় নিশ্চিত।’ অন্য দিকে, রবিবার বিকেলে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালির ন্যাজাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।
এ দিন বিকাল চারটে নাগাদ বৈষ্ণবপাড়ার হরিমন্দিরে গিয়ে সেখানে ছাপ্পান্ন প্রহর কীর্তনের অনুষ্ঠানে হাজির হন বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে গ্রামের মেয়েদের সঙ্গে কীর্তনের অনুষ্ঠানে নাচ-গানের পাশাপাশি ভক্তদের সঙ্গে বসে বেশ কিছুক্ষণ কীর্তন শোনের রেখা। এরপর মন্দিরে পুজো দেন তিনি।
মন্দির থেকে বেরিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগের কাজটি সারেন রেখা। বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী রেখা প্রাত্র বলেন, ‘বসিরহাটের মা-বোনেরা আমার সঙ্গে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদের হাত আমার মাথায় আছে। বসিরহাটের মানুষ আমাকে লোকসভায় জেতাবেনই।’