Jalpaiguri Storm: ঝড়-বিধ্বস্ত জলপাইগুড়ির পথে রওনার মুহূর্তে চটে লাল শুভেন্দু! মুখে শুধুই ব্যাখ্যা-সাফাই
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ এপ্রিল ২০২৪
Suvendu Adhikari In Storm-Ravaged Jalpaiguri:
টর্নেডোয় বিপর্যস্ত জলপাইগুড়ি। নিহত পাঁচ, আহত শতাধিক। রবিবার রাতেই উড়ানে জলপাইগুড়ির উদ্দেশে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী। রাত প্রায় আড়াইটে পর্যন্ত হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার তদারকি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যান নিহতের বাড়িতেও। সোমবার সকালে বিধ্বস্ত জলপাইগুড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী যাওয়ার পর প্রায় ১৩ ঘন্টা পর। এ দিন জলপাইগুড়ি যাওয়ার সময় দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। মমতার বিরুদ্ধে কার্যত মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ তোলেন তিনি।