Decorative eggs chocolate and rabbits associated with Easter celebrations:
ইস্টার উদযাপনের সঙ্গে ডিম, চকোলেট এবং খরগোশের যোগাযোগ দীর্ঘদিনের। প্রশ্ন হল, এই সব জিনিসগুলো কীভাবে ইস্টারের সঙ্গে জড়িয়ে গেল? আসলে সবটাই সময়ের সংযুক্তি। যার হাত ধরে এই উৎসবের সঙ্গে পৌত্তলিকতার ধারণা, ব্যবসা-বাণিজ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের বসতি স্থানান্তর, চাষবাস, বসন্তের আগমন- সবই যুক্ত হয়েছে সময়ের হাত ধরে। ধর্মীয় মতে, ইস্টার সানডে এক উৎসবের দিন। গুড ফ্রাইডেতে যীশুকে ক্রুশবিদ্ধ করার শোক পালনের পর ইস্টারকে যীশুর ফিরে আসার কাহিনির প্রতীক হিসেবে পালন করেন খ্রিস্টানরা।