KKR fixture: নাইটদের ম্যাচ ইডেন থেকে সরাচ্ছেন জয় শাহ-রা! বড় ঘোষণার পথে বিসিসিআই
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ এপ্রিল ২০২৪
Kolkata Knight Riders vs Rajasthan Royals Eden Gardens:
আইপিএল চলছে। লোকসভা নির্বাচনও দেশ জুড়ে শুরু হয়ে যাবে এই এপ্রিলেই। এর মধ্যেই ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে সন্দেহের বাতাবরণ শুরু হয়ে গেল। সূত্রের খবর কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে ফেলার ভাবনা চিন্তা করছে বিসিসিআই। বোর্ডের তরফে ইতিমধ্যেই নাকি রাজ্য ক্রিকেট সংস্থা (সিএবি), ফ্র্যাঞ্চাইজি এবং সম্প্রচারকারী চ্যানেলকে ভেন্যু বদলের বিষয়ে জানিয়ে দিয়েছে। তবে লোকসভা নির্বাচন নয়, রামনবমী রয়েছে ওইদিন। সেইজন্যই বোর্ডের তরফে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে এমনটাই।