Ganguly praises Rishabh Pant: আজীবন মনে থাকবে এই ইনিংস! ধোনির সামনে পন্থের দাদাগিরি দেখেই মুখ খুললেন সৌরভ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ এপ্রিল ২০২৪
DC vs CSK, IPL 2024:
মারাত্মক দুর্ঘটনা থেকে ফিরে এসে ঋষভ পন্থ অবশেষে ফিফটির দেখা পেয়েছেন। বিশাখাপত্তনমে পন্থের ইনিংস ফর্মে ফেরার বার্তা দিয়েছে। মাথিসা পাথিরানাকে জোরালো শটে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হওয়ার আগে পন্থ ৩০ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলে যান। পন্থের ক্যাচ দারুণ দক্ষতায় তালুবন্দি করেন রুতুরাজ গায়কোয়াড।