Arvind Kejriwal Arrest: আদালতের নির্দেশে ভেঙে পড়লেন কেজরিওয়াল, তিহাড়েই যেতে হচ্ছে আপ সুপ্রিমোকে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ এপ্রিল ২০২৪
কিছুতেই স্বস্তি মিলছে না আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি নীতি মামলায় এবার কেজরিওয়ালকে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এর পর কেজরিওয়ালকে আদালত থেকে সরাসরি তিহার জেলে নিয়ে যাওয়া হবে।