• জেলেনস্কি
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অতি দ্রুত মার্কিন সামরিক সহায়তা না পেলে ইউক্রেনকে আরও ভূমি ছেড়ে দিতে হবে রাশিয়ার কাছে। এমনই সতর্কবার্তা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মার্কিন কংগ্রেসের কাছে কয়েক বিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজের অনুরোধ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বাইডেন প্রশাসন বর্তমানে আন্তর্জাতিক সহায়তা প্যাকেজের আওতায় ৯৫ বিলিয়ন ডলার ছাড়তে চাইছে। এর মধ্যে ৬০ বিলিয়ন ডলারই রয়েছে ইউক্রেনের জন্য। জেলেনস্কি বলেন, "তাদের জরুরিভিত্তিতে এই সহায়তা দরকার। এটি না পেলে ইউক্রেনের বড় শহরগুলো ঝুঁকিতে পড়তে পারে। মার্কিন সমর্থন না থাকার অর্থ আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা থাকবে না, কোনো প্যাট্রিয়ট মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য জ্যামার, কোনো ১৫৫ মিলিমিটার গোলা, কিছুই থাকবে না। এর অর্থ আমরা পিছু হটব একটু একটু করে, ছোট ছোট পদক্ষেপে।’ উদাহরণসহ পরিস্থিতি ব্যাখ্যা করে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ধরুন আপনার ফ্রন্টলাইন রক্ষা করতে দিনে আট হাজার গুলি লাগবে। কিন্তু আপনার কাছে আছে দুই হাজার রাউন্ড। তখন আপনাকে কমিয়ে চালাতে হবে’। ফ্রন্টলাইনে ফাটল ধরলে রাশিয়ানরা ইউক্রেনের বড় শহরগুলোতেও পৌঁছে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
  • Link to this news (আজকাল)