• জেলায় রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলেন হাসপাতাল কর্মীরা
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জঙ্গীপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের তীব্র সঙ্কট মেটাতে এবার এগিয়ে এলেন ওই হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মী এবং আধিকারিকেরা। সোমবার হাসপাতালের পুরনো বহির্বিভাগের কাছে একটি রক্তদান শিবিরে রক্ত দিলেন প্রায় ১০০ জন কর্মী এবং আধিকারিক। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়। উপস্থিত ছিলেন হাসপাতালে সুপার সুব্রত মাঝি সহ একাধিক আধিকারিক। প্রতি বছরই মুর্শিদাবাদ জেলায় গ্রীষ্মের সময় এবং রমজান মাসে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে বিভিন্ন কারণে রক্তের তীব্র সঙ্কট দেখা দেয়। তবে রক্তের অভাবে কোনও প্রসূতি বা মুমূর্ষ রুগী যাতে সঙ্কটাপন্ন হয়ে না পড়েন সেদিকে নজর রেখে সোমবার হাসপাতাল তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাসপাতাল সুপার সুব্রত মাঝি বলেন, "প্রত্যেক বছরই রমজান মাসে এবং গ্রীষ্মকালে রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ার কারণে জেলা জুড়ে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের তীব্র সঙ্কট দেখা দেয়। এ বছরও সেই সঙ্কট দেখা দিয়েছে। তবে কোনওক্রমে আমরা সেই সঙ্কটের মোকাবেলা করছি। রক্তের অভাবে কেউ যেন অসুবিধার মধ্যে না পড়েন সেদিকে লক্ষ্য রেখে আজকের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।" জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, "জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সঙ্কট মোকাবিলার জন্য খুব শীঘ্রই পুলিশের তরফ থেকেও পৃথকভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।"
  • Link to this news (আজকাল)