• কারখানায় কর্মরত দুই শ্রমিকের মৃত্যু, উত্তপ্ত ডানকুনি
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: মেশিনে কাজ করার সময় মৃত্যু হয় দুই শ্রমিকের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ডানকুনি থানার অন্তর্গত হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানায়। মৃত পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শেখ আনোয়ার এবং হীরালাল। পুলিশ এবং ওই কারখানার অন্যান্য শ্রমিক সূত্রে জানা গেছে, খুব স্বাভাবিক ভাবেই কাজ চলছিল অন্যান্য দিনের মতই। কাজ চলছিল ডানকুনি দিল্লী রোডের পাশে অবস্থিত ওই ইঞ্জিনিয়ারিং কারখানায়। কাজ চলাকালীন খারাপ হয়ে যায় মিক্সার মেশিনটি। সেটাকে সারাই করার কাজ চলছিল। বিকেলের দিকে সেই মেইনটেন্যান্স এর কাজ করার সময় হঠাৎ দুই শ্রমিক মেশিনে ঢুকে গিয়ে দুর্ঘটনা ঘটে। মিক্সার মেশিন থেকে তাদের বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুজনের মধ্যে শেখ আনোয়ার নামে এক শ্রমিককে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর শ্রমিক হীরালালকে নিয়ে যাওয়া হয় কামারহাটি ইএসআই হাসপাতালে। রাতে দুজনেরই মৃত্যু হয় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ডানকুনি আসেন শেখ সানোয়ারের পরিবার। মৃত শ্রমিকের স্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন সকাল দশট নাগাদ ফোনে কথা হয়েছে তাঁর সঙ্গে। তখন আনোয়ার তাঁকে জানিয়েছিলেন মেশিন খারাপ হয়েছে, তিনি বসে আছেন। তারপর বিকেলে ফোনে দূর্ঘটনার কথা জানতে পারেন। মৃত শ্রমিকের এক আত্মীয় জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরনের বিষয়ে তাঁদের কথা হয়েছে। হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানায় মূলত রেলের যন্ত্রাংশ তৈরি হয়। এই দুজন সেখানে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করতেন।
  • Link to this news (আজকাল)