• মমতা সম্পর্কে অশোভন মন্তব্য, দিলীপকে তীব্র নিন্দা কমিশনের
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • প্রীতি সাহা: মমতা ব্যানার্জির সম্পর্কে মন্তব্য করায় এবার দিলীপ ঘোষ বিরুদ্ধে নিন্দা করল জাতীয় নির্বাচন কমিশন। এ ধরনের মন্তব্য করার থেকে দূরে থাকতে বলা হয়েছে তাঁকে। সতর্কও করল কমিশন। ২৯ মার্চ নির্বাচন কমিশনের শো কজের জবাব দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তার প্রেক্ষিতেই শো কজ করা হয় দিলীপকে। শো কজের উত্তরে বিজেপি প্রার্থী জানিয়েছিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে। তিনি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করতে চাননি। বক্তব্যের কিছুটা অংশ তুলে ধরে কাঠগড়ায় তোলা হয়েছে। প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে তিনি বলেন, "উনি কখনও বলেন আমি গোয়ার মেয়ে, কখনও বলেন আমি ত্রিপুরার মেয়ে। ওনার বাবা আসলে কে?" এই মন্তব্যের পরই ঝড় ওঠে দিলীপের বিরুদ্ধে। মন্তব্য করা নিয়ে তাঁকে সতর্ক করা হয় বিজেপির তরফেও। সোমবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কার্যত সতর্ক করল কমিশন।
  • Link to this news (আজকাল)