• উচ্চ মাধ্যমিকের সেমিস্টারে থাকছে পাস-ফেল প্রথা
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিকে সেমিস্টার ব্যবস্থাতেও থাকছে পাস ফেল প্রথা। প্রথম এবং তৃতীয় সেমিস্টারে পাশ করার ন্যুনতম নম্বর না থাকলে পরের সেমিস্টারে বসতে পারবে না পড়ুয়ারা। বিশেষজ্ঞদের আলোচনার পর এই সংক্রান্ত চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষার্থীদের প্রত্যেক সেমিস্টারেই পাস করতে হবে। তবে কত নম্বর পাস মার্কসের জন্য ধার্য করা হবে, সেই বিষয়গুলি এখনও আলোচনা স্তরেই রয়েছে।উল্লেখ্য, এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, প্রথম ও তৃতীয় সেমিস্টারে পাস নম্বর না থাকলেও দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে বসা যাবে।
  • Link to this news (আজকাল)