'মিনি টর্নেডোর' রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে! কোন কোন জেলায় সতর্কতা জারি'
২৪ ঘন্টা | ০১ এপ্রিল ২০২৪
অয়ন ঘোষাল: রবিবারই মিনি টর্নেডো হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। তার রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার-সহ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আগামী পাঁচ দিন শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। গতকালে ময়নাগুড়িতে মিনি টর্নেডোই হয়েছে। এদিন জানাল আলিপুর আবহাওয়া দফতর। এ ধরনের টর্নেডোর পূর্বাভাস দেওয়া যায় না। ৩.১৫ মিনিট থেকে ৭ মিনিটের এই ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঝড়ের উৎপত্তিস্থল ছিল নেপাল।উত্তরবঙ্গে সোমবার ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া-সহ ঝাড় বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন গরম ও অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহ সতর্কতা দক্ষিণবঙ্গে। পশ্চিম -এর জেলাতে ৪০-৪২ ডিগ্রি, কলকাতা ৩৭-৩৮ ডিগ্রি তাপমাত্রা হবে আগামী ৪ দিনে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-এ তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে।