মৃত্যুঞ্জয় দাস: দোল মেলায় কীর্তনের আসরে দু’হাত তুলে নাচতে নাচতে শ্রীখোল বাজিয়ে আসর মাতিয়ে নিজেকে রাধিকার সাথে তুলনা করলেন সুজাতা। এই ঘটনায় কটাক্ষ বিজেপির।দোল মেলায় কীর্তনের আসরে দর্শকদের মন ভরালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। দু’হাত তুলে কীর্তনের তালে তালে নাচলেন আবার শ্রীখোল বাজিয়ে চমক দিলেন সুজাতা। শেষে নিজেকে রাধিকার সাথে তুলনা করলেন সুজাতা। তাঁর কথায় যেন বৃন্দাবনে রাধিকা তাঁর মতই নেচেছিল। বিষ্ণুপুর লোকসভার ওন্দার দোলমেলার অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করলেন তিনি। ‘মহিলা পাগল হয়ে গিয়েছে। কোনদিন নিজেকে পুতনা রাক্ষসী না সূর্পনখা বলে ফেলে’, কটাক্ষ বিজেপির।
২০১৯ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভার মাটি কাঁপিয়ে নানান চমকপ্রদ অভিনব প্রচার করে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে জিতিয়ে নরেন্দ্র মোদীর হাতে বিষ্ণুপুর লোকসভা তুলে দিয়েছিল সুজাতা মন্ডল।সেই সুজাতা এবার তৃণমূলের প্রার্থী। লড়াই বিজেপি প্রার্থী প্রাক্তন স্বামী বিজেপির সৌমিত্রর সঙ্গে। এবারও মানুষের কাছে গ্রহন যোগ্যতা বাড়াতে সেই পথ অনুসরণ করে সকলের নজরে আসতে প্রচারে নেমে নানান চমক দেওয়া শুরু করে ভোটারদের মন জয় করতে মরিয়া বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী।তার প্রচারের চমক অনেকটা পিছনে ফেলেছে বিজেপি প্রার্থী সৌমিত্রকে বলছেন অনেকেই। রবিবার রাতে ওন্দা দোলমেলায় কীর্তনের আসর কাঁপিয়ে দিলেন সুজাতা। দলের নেতা কর্মীদের নিয়ে দোলমেলায় ঘুরে কখনও চপ বিক্রি করলেন। আবার কখনও কাঠের জ্বালে গরম কড়াই তেলে পাপড় ছাঁকলেন আবার বিক্রিও করলেন।হাজার হাজার মানুষের ভিড়ের মেলায় সুজাতার এই জনসংযোগ রীতিমত হিট। এখানেই শেষ নয় দোলমেলার নাম সংকীর্তনের আসরেও নেমে দু’হাত তুলে কীর্তনের তালে তালে নেচে উঠলেন। দর্শকদের উৎসাহিত করলেন। দু’হাত তুলে ঘুরে ঘুরে কীর্তনের তালে তালে নাচতে নাচতে কাঁধে তুলে নেন শ্রীখোল। সেই শ্রীখোল বাজিয়ে ভক্তদের আরও বেশী করে উৎসাহিত করলেন সুজাতা।এদিন সুজাতা বলেন নাম সংকীর্তনের আসরে তিনি যখন নাচছিলেন রাধিকাও এইভাবেই তার মত বৃন্দাবনে নেচেছিলেন। নিজেকে রাধিকার সঙ্গে তুলনা করে ফের যেন সুজাতা বিতর্কে জড়ালেন। ‘তাঁর এই বক্তব্যের পরে সুজাতার দাবি, রাধা যেমন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পন করেছিল আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে নিজেকে উজাড় করে দিয়েছি। রাধার মত সকল কিছু ত্যাগ করে বিষ্ণুপুরের জন্য কাজ করতে এসেছেন। সুজাতার এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। এই বিষয়ে সৌমিত্র খাঁ এর বক্তব্য পাওয়া না গেলেও বিজেপি জেলা সভাপতি তথা ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখার প্রতিক্রিয়া, ‘আজ নিজেকে রাধা ভাবছেন কাল নিজেকে শ্রীদেবী হেমা মালিনী ভাববেন। কোনদিন আবার নিজেকে পুতনা রাক্ষসী আর সূর্পনখা না ভেবে বসেন। আসলে মহিলা পাগলামি শুরু করেছেন’।