• Solar Eclipse 2024 : মহাকাশ থেকে কেমন দেখাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? চমকে দেবে নাসার বিজ্ঞানীর অভিজ্ঞতা
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • ২০২৪ সালের ৮ এ্রপ্রিল হতে চলেছে বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ অনেক ক্ষেত্রেই বিরল। এই মহা জাগতিক ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সূর্যগ্রহণ দেখা যাবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মেক্সিকোতে। এই গ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি কোটি মানুষ। এই গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরো ঢেকে দেবে ফলে পৃথিবী দিনের বেলা কয়েক মিনিটের জন্য অন্ধকারে ঢেকে যাবে। মহাকাশ থেকে এই দৃশ্য কেমন হবে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন প্রাক্তন বিজ্ঞানী এবং ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞ নভোচারী। মহাকাশ থেকে সূর্যগ্রহণ দেখার অনন্য অভিজ্ঞতা শেয়ার করেছেন।মহাকাশ থেকে কেমন দেখতে লাগবে সম্পূর্ণ সূর্যগ্রহণ?২০১৬ সালে বিজ্ঞানী ভার্টস নাসা থেকে অবসর নেন। তিনি জানিয়েছেন, ২০১৫ সালে উত্তর আটলান্টিকের উপর মহাকাশে একটি সূর্যগ্রহণ দেখেছিলেন। তিনি জানিয়েছেন, এই গ্রহণ এমন একটি গ্রহণ ছিল যা খুব কম মানুষই দেখতে পেয়েছিলেন। কিন্তু তিনি নীচের দিকে তাকিয়ে এই বিশাল অন্ধকার বৃত্তটি গ্রহের উপর দিয়ে ঘুরতে দেখেছিলেন। যা তাঁর মতে একটি অনন্য অভিজ্ঞতা ছিল। তিনি বলেন, সম্পূর্ণ সূর্যগ্রহণ তিনি যেমন দেখেছিলেন সেটি ছিল সম্পূর্ণ আলাদা।

    সূর্যগ্রহণের তথ্য আগেই জানিয়েছিল নাসাভার্টস জানিয়েছেন, যে সম্পূর্ণ সূর্যগ্রহণটির সম্পর্কে নাস তাকে আগেই জানিয়েছিল। তিনি মহাকাশ থেকে একটি এবং পৃথিবী থেকে বেশ কয়েকটি গ্রহণ দেখেছেন। ৮ এপ্রিলের পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তিনি।

    নিজের অভিজ্ঞতার পাশাপাশি বেশ কিছু সতর্কতার কথাও বলেছেন এই বিজ্ঞানী। তিনি বলেন, এই সূর্যগ্রহণের আকার অনেকটা সাত সংখ্যার মতো। এটি আকর্ষণীয়। তিনি বলেন, এই গ্রহণে একটু অন্ধকার হয়ে যায়। তবে যাঁরা এই গ্রহণ দেখতে চান তাঁদেরকে গ্রহণ দেখার জন্য সঠিক চশমা পরার পরামর্শ দিয়েছেন তিনি। উপযুক্ত চশমা পরলে চাঁদকে পৃথিবী থেকে দূরে সরে যেতেও দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। সূর্যের আলো অত্যন্ত উজ্জ্বল হওয়ায় তা চশমা ছাড়া চোখের মারাত্মক ক্ষতি করতে পারে বলে চশমা পরার পরামর্শ দিয়েছেন তিনি।

    একই সঙ্গে এই সূর্যগ্রহণে আরও একটি অন্যরকম বিরল দৃশ্যও দেখা যাবে। কোটি কোটি মানুষ কোনও দূরবীন ছাড়াই সরাসারি সৌরজগতের অনেক গ্রহ দেখতে পাবেন। যা সাধারণ সময়ে কখনই দেখা যায় না। সৌর জগতের দু'টি গ্রহ সাধারণ মানুষ সরাসরি দেখতে পাবেন। এই গ্রহগুলি হল বৃহস্পতি এবং শুক্র।
  • Link to this news (এই সময়)