• Arvind Kejriwal In Tihar Jail : টিভি দেখার অনুমতি, মিলবে রামায়ণ-গীতা! তিহাড় জেলে কেমন হবে কেজরির রুটিন?
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • তিহাড় জেলে প্রস্তুতি তুঙ্গে। আগামী ১৪ দিন এই হাই প্রোফাইল জেলই ঠিকানা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়ালের তিহাড় জেলের সময়কাল ঠিক কেমন হবে? জানা গিয়েছে, তাঁর তরফে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সওয়াল করা দুই আইনজীবী বিক্রম চৌধুরী এবং রমেশ গুপ্তা একাধিক আবদেন জানিয়েছেন।

    কী কী আবেদন করেছেন কেজরিওয়াল?দিল্লির মুখ্যমন্ত্রী ডায়াবেটিসের রোগী। ফলে নিয়মিত সুগারের ওষুধ খেতে হবে তাঁকে।ভগবত গীতা, রামায়ণ এবং হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড বইগুলি জেলে পড়ার আবেদন জানিয়েছেন তিনি।তিনি গলায় একটি ধর্মীয় লকেট পরেন। সেটি পরে থাকার আবেদন জানিয়েছেন।বিশেষ ডায়েট মেনে চলার আর্জি রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।জেলের সেলে টেবিল-চেয়ার চেয়েছেন তিনি।

    জানা গিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল তিহাড় জেলের ২ নম্বর সেলে থাকবেন। তাঁর প্রাক্তন ডেপুটি মণীশ সিসোদিয়া রয়েছেন ১ নম্বর সেলে। তাঁদের দলের অপর নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন রয়েছে ৭ নম্বর সেলে। রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং রয়েছেন ৫ নম্বর সেলে।

    জেলে কেজরিওয়ালের রুটিন কেমন হবে?তিহাড় জেলের বাকি বন্দিদের মতোই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ৬টায় দিন শুরু হবে দিল্লির মুখ্যমন্ত্রীর। ব্রেকফাস্টে তাঁকে খেতে দেওয়া হবে এক কাপ চা এবং কয়েক টুকরো পাউরুটি। এরপর সকালের স্নান সেরে দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। তবে যদি আদালতে হাজিরা না থাকে তাঁকে আইনি টিমের সঙ্গে পরামর্শ করার জন্য বৈঠক করতে দেওয়া হবে। সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দেওয়া হবে দুপুরের খাবার। মেনুতে থাকবে ডাল, সবজি, পাঁচটি রুটি এবং ভাত। দুপুর ৩টের পর থেকেই নিজস্ব সেলেই বন্দি থাকতে হবে কেজরিওয়ালকে। এরপর দুপুর সাড়ে ৩টে নাগাদ দেওয়া হবে চা এবং বিস্কুট। বিকেল ৪টে নাগাদ আইনজীবীদের সঙঅগে দেখা করতে দেওয়া হবে কেজরিওয়ালকে। বিকেল সাড়ে ৫টাতেই দিল্লির মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে ডিনার। সন্ধ্যা ৭টার পর সেলে ফের বন্দি থাকতে হবে কেজরিওয়ালকে।

    জেলে কী কী সুবিধা পাবেন কেজরিওয়ালনির্দিষ্ট কাজ ছাড়াও জেলের মধ্যে টিভি দেখার অনুমতি পাবেন কেজরিওয়াল। নিউজ, খেলা, বিনোদনের ১৮ থেকে ২০টি চ্যানেল দেখার অনুমতি রয়েছে তাঁর। যে কোনও ধরণের মেডিক্যাল এমারজেন্সির জন্য ২৪X৭ চিকিৎসকরা উপস্থিত থাকবেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীর। ED হেফাজত থেকেই দিল্লির সরকার চালাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। দলের তরফে দাবি করা হয়েছে, আগামীদিনে জেল থেকই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। দু'সপ্তাহ অন্তর তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। তবে অবশ্যই লাগবে তিহাড় জেলের ছাড়পত্র।
  • Link to this news (এই সময়)