• Arvind Kejriwal News : জেরায় কেজরির মুখে দুই মন্ত্রীর নাম! বিস্ফোরক দাবি ইডির
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে, জিজ্ঞাসাবাদের সময় বিস্ফোরক মন্তব্য করেছেন কেজরিওয়াল। দাবি ED-র।আদালতে কী দাবি ED-র?আদালতে এদিন ED-র পক্ষে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। তিনি জানান, এই মুহূর্তে কেজরিওয়ালকে আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। সলিসিটর জেনারেলের আরও বক্তব্য, লক আপের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী একদম সহযোগিতা করেননি। কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দেননি কেজরিওয়াল। বেশিরভাগটাই এড়িয়ে গিয়েছেন। এমনকী, কেজরিওয়াল তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। এসভি রাজুর কথায়, 'ভবিষ্যতে আমাদের তাঁকে আবার হেফাজতে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। সে ক্ষেত্রে পরবর্তীকালে আমরা আদালতে আবেদন জানাব।'

    পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি মামলায় তাঁর দুই ক্যাবিনেট মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। মন্ত্রী অতিশি এবং সৌরভ ভরদ্বাজের সঙ্গেই যোগাযোগ রেখেছিল অন্যতম অভিযুক্ত বিজয় নায়ার। তাঁর সঙ্গে নয়। এমনটাই নাকি ED জিজ্ঞাসাবাদের মুখে জানিয়েছেন কেজরিওয়াল। ED-র দাবি আপ সুপ্রিমো বলেন, 'বিজয় নায়ার আমাকে কোনওদিনও রিপোর্ট করেননি। অতিশি এবং সৌরভ ভরদ্বাজের সঙ্গেই তাঁকে যোগাযোগ হত।'

    কী প্রতিক্রিয়া আপের?উল্লেখ্য, এই বিজয় নায়ারই আম আদমি পার্টির কমিউনিকেশন ইন চার্জ ছিলেন। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। সত্যিই কি অরবিন্দ কেজরিওয়াল তাঁর ক্যাবিনেট মন্ত্রীদের এই দুর্নীতি মামলায় জড়ানোর কথা জানিয়েছেন না আদৌ এটা রটনা, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করেছে আম আদমি পার্টি। ইচ্ছেকৃতভাবে কেজরিওয়ালকে চাপ দিয়ে নাম বলানো হচ্ছে বলেও মত আপের একাংশের। দলের নেত্রী জাসমিন শাহ এ প্রসঙ্গে বলেন, 'এসব কথা শুনে হাসি পাচ্ছে। বিজয় নায়ার যখন আটক হয়েছিলেন তখনই তিনি জানিয়েছিলেন এসব কথা। তিনি নিজেই বসেছিলেন মুখ্যমন্ত্রীকে তিনি রিপোর্ট করেন না। অতিশি এবং সৌরভ ভরদ্বাজের সঙ্গে যোগাযোগ করেন। হঠাৎ করে ED এই ধরণের স্টেটমেন্ট দিয়ে কী প্রমাণ করতে চাইছে।'

    এদিকে, আগামী ১৪ দিনের জন্য তিহাড় জেলের ২ নম্বর সেলই কেজরিওয়ালের ঠিকানা। ব্যারাকে একাই থাকবেন তিনি। ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে হাই প্রোফাইল এই জেলে। জানা গিয়েছে, জেলের মধ্যে তাঁকে ভগবত গীতা, রামায়ণ এবং হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড বইগুলি পড়ার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে।
  • Link to this news (এই সময়)