'সন্দেশখালির ঘটনা ক্রিয়েট করা’, কোন অস্ত্রে BJP বধের কৌশল বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের?
এই সময় | ০১ এপ্রিল ২০২৪
তুহিনা মণ্ডল| এই সময় ডিজিটালBJP-র বাজি রেখা পাত্র, তৃণমূল এবার টলিপাড়ার 'গ্ল্যামার গার্ল' নুসরত জাহানের বদলে বসিরহাট জয়ের লক্ষ্যে 'সৈনিক' করেছে ভূমিপুত্র হাজি নুরুল ইসলামকে। ২০০৯ সালে বাম জমানাতে এই 'লালদূর্গে' সবুজ আবির ওড়াতে পেরেছিলেন তিনি। সন্দেশখালিকে সামনে রেখে যখন বসিরহাট দখলে মরিয়া গেরুয়া শিবির সেই সময় 'টেস্টেট সৈনিক' হিসেবে ফের লোকসভা ভোটের ময়দানে হাজি নুরুল ইসলাম। রেখাকে মোদীর ফোন ‘খেলা ঘুরিয়েছে’ বলে দাবি BJP শিবিরের একাংশের। যদিও প্রতিপক্ষের দিকে না তাকিয়ে সংগঠন গোছানো এবং উন্নয়নের মন্ত্রেই বসিরহাট দখলে ঝাঁপাচ্ছেন হাজি নুরুল ইসলাম। কী ভাবে সাজাচ্ছেন সমর কৌশল? একান্ত সাক্ষাৎকারে জানালেন এই সময় ডিজিটালকে
এই সময় ডিজিটাল: নুসরত জাহানের বদলে এবার বসিরহাটে দলের ব্যাটন আপনার হাতে, গুরুদায়িত্ব। আর তা কি কোথাও গিয়ে চাপ বাড়াচ্ছে?
হাজি নুরুল ইসলাম: এত ভালো ভোট আগে হয়নি। মানুষ উচ্ছ্বসিত। নিজেরা এগিয়ে এসে দেওয়াল লিখছেন। আমি সকলকে নিয়ে চলতে চাই। ঐক্যবদ্ধ বসিরহাট চাই।
এই সময় ডিজিটাল: আপনার প্রতিপক্ষ রেখা পাত্রকে নিয়ে চর্চা তো তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করেছিলেন। এই জায়গাটা কি কোথাও গিয়ে আপনাকে ভাবাচ্ছে?
হাজি নুরুল ইসলাম: এই সব নিয়ে খুব একটা ভাবি না। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে রয়েছে।
শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা কিছু কিছু মানুষের সঙ্গে অন্যায় করেছেহাজি নুরুল ইসলাম
এই সময় ডিজিটাল: সন্দেশখালিতে ক্যাম্পেন করছেন। মানুষের দরবারে কোন বার্তা পৌঁছে দিচ্ছেন?
হাজি নুরুল ইসলাম: ঐক্য-সংহতি এবং উন্নয়নের বার্তা নিয়ে মানুষের দুয়ারে যাব। আমি ২০০৯ সালে যখন জিতেছিলাম তারপর প্রাকৃতিক বিপর্যয় ঘটে। সেই সময় সন্দেশখালির মানুষের পাশে ছিলাম। কোটি কোটি টাকার রিলিফ দিয়েছিলাম তাঁদের পাশে দাঁড়িয়ে। কাজ করলে মানুষ ভালোবাসে, সঙ্গে থাকে।
এই সময় ডিজিটাল: ২০০৯ সালে বাম জমানাতে আপনি বসিরহাট কেন্দ্র থেকে জিতেছিলেন। এখন অন্যতম প্রতিপক্ষ BJP। এই দুই দলের মধ্যে কতটা তফাত?
হাজি নুরুল ইসলাম: আমি বসিরহাট জেলা সভাপতি। বাদুড়িয়া, বসিরহাট এবং টাকি এই তিনটে পুরসভাতে নির্বাচন করিয়েছিলাম। সবকটাতে জয়ী হয়েছিলাম। তারপর এল পঞ্চায়েত। খুব ভালো ফল হয়েছে। আমরা গ্রাসরুট থেকে উঠেছি। সংগঠন মজবুত রয়েছে। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বসিরহাট সিট উপহার দেব।
এই সময় ডিজিটাল: সন্দেশখালি ইস্যু কি লোকসভা নির্বাচনে কোথাও গিয়ে প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়?
হাজি নুরুল ইসলাম: মানুষ চায় শান্তি, উন্নয়ন। সন্দেশখালির ঘটনা ‘ক্রিয়েট করা’, গল্প ফাঁদা হয়েছে। এখন সন্দেশখালিতে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলুন, দেখবেন উলটো কথা বলছে। তবে হ্যাঁ, সন্দেশখালিতে কিছু কিছু অন্যায় হয়েছে। শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা কিছু কিছু মানুষের সঙ্গে অন্যায় করেছে। আমরা অন্যায়কে অন্যায় বলি। আইন আইনের পথে চলবে। বিচার হবে, তাঁরা অপরাধী হলে শাস্তি পাবে।
'ইন্ডিয়া নামটাও আমার দেওয়া, ভোটের পর দেখে নেব' মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই সময় ডিজিটাল: আপনার প্রচারে কি নুসরত জাহানকে দেখা যাবে?
হাজি নুরুল ইসলাম: আমার বলা কর্তব্য আমি বলেছি। ওর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। ও আমাকে দাদা বলে ডাকে, আমি ওকে বোন বলে ডাকি। ২০১৯-এ আমার কেন্দ্র থেকে একে বহু ভোটের লিড দিয়েছিলাম। ওর রাজনৈতিক সহায়ককে প্রচারের জন্য বলেছি। ওদের তো সময়ের দাম রয়েছে। যদি সময় করে আসতে পারে!