• ইফতার থেকে কর্মিসভা, শিল্পাঞ্চলে প্রচারের ঝড়
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • এই সময়, ব্যারাকপুর: প্রখর রোদকে উপেক্ষা করেই চলল ব্যারাকপুর শিল্পাঞ্চলের রবিবাসরীয় ভোটপ্রচার। দমদম থেকে বরাহনগর, ব্যারাকপুর থেকে নৈহাটি এ দিন দাপিয়ে প্রচার করলেন ডান-বাম সব দলের প্রার্থীরা। তবে প্রত্যেকেই দুপুরের প্রখর রোদ এড়িয়ে কিছুটা সকালে এবং বাকিটা বিকেলের পর রাত পর্যন্ত প্রচার সারেন।এ দিন সকালে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক আমডাঙার মরিচা অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে প্রথমে মিটিং করেন। দুপুরে আমডাঙায় কর্মীদের সঙ্গে ছিল তাঁর ঘরোয়া বৈঠক। বিকেলে ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ইফতার পার্টিতে যোগ দেন তিনি। রাতে ব্যারাকপুরে বৈঠক সারেন।

    এ দিনই পার্থর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে নৈহাটির নদিয়া মিল সংলগ্ন কাঠপোল মোড় থেকে গরুরফাঁড়ি মোড় পর্যন্ত পদযাত্রা হয়। অর্জুন সিং নিজে পথযাত্রায় হাঁটেন। তিনি বলেন, ‘২০১৯ সালে যেমন হারিয়েছিলাম তেমনই ২০২৪ সালেও হারাব তৃণমূলকে। নৈহাটি থেকে প্রচুর ভোট পাব। তৃণমূলে যখন ধস নামবে তখন নীচে আর কিছু থাকবে না। ঠ্যাঙারে বাহিনীরা সাবধান হয়ে যাও।’

    পার্থ ভৌমিক পাল্টা বলেন, ‘নৈহাটির মানুষ কাকে জেতাবেন সেটা তো নৈহাটির মানুষ ঠিক করবেন। উনি কি জ্যোতিষী নাকি? আর আমাদের কোনও বাহিনীর প্রয়োজন হয় না। মানুষই আমাদের বাহিনী। তারাই এ বার ভোট বাক্সে ওকে যোগ্য জবাব দিয়ে দেবে।’ এ দিন পদযাত্রা শেষে নৈহাটির সিং ভবনে দলীয় কার্যালয়ে কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা আবু হেনা এবং তৃণমূল কর্মী মৌসুমী দেবদাস বিজেপিতে যোগ দেন। সন্ধেয় শিউলি রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন অর্জুন।

    মোহনপুরে একটি সভায় ওই পঞ্চায়েতের নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত অরিজিৎ দাস বিজেপিতে যোগ দেন। অন্য দিকে, এদিন সকালে দক্ষিণ দমদমের সুভাষ নগরে পার্টি অফিস উদ্বোধন দিয়ে প্রচার শুরু করেন দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। সকালে বরাহনগর রবীন্দ্র ভবনে একটি কর্মিসভায় উপস্থিত হন তিনি। যেখানে বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।

    দলের প্রার্থীদের জেতানোর বিষয়ে সেখানে রাজনৈতিক রণকৌশল ঠিক হয়। দুপুরে দমদমে রক্তদান এবং দমদমের কাজিপাড়ায় একটি পদযাত্রায় যোগ দেন সৌগত রায়। বিকেলে খড়দহ রবীন্দ্র ভবনে কর্মিসভা করে সন্ধ্যায় কামারহাটিতে জয়সওয়াল সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আসেন।

    সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী সকালে নিউ ব্যারাকপুরে পায়ে হেঁটে প্রচার পর্ব সারেন। বিকেলে বেলঘরিয়া দেশপ্রিয় নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে প্রচার সারেন তিনি। এই প্রচারে তার সঙ্গে ছিলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়-সহ স্থানীয় সিপিএম নেতৃত্ব। রাতে কয়েকটি ঘরোয়া সভা সারেন সুজন।

    উল্টো দিকে, দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের প্রচার শুরু হবে আজ সোমবার থেকে। তবে রবিবার ছুটির দিনে তিনি বসেছিলেন না। তাঁর সংসদীয় এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দলের কর্মী সমর্থকদের সঙ্গে পরিচয় পর্ব সারার পাশাপাশি নিজেদের মধ্যে নির্বাচন সংক্রান্ত আলাপ-আলোচনাও করেন।
  • Link to this news (এই সময়)