• Prashant Kishor: লোকসভায় বাংলায় কেমন ফল করবে তৃণমূল? কী বললেন প্রশান্ত কিশোর?
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • এক সময় ছিলেন রাষ্ট্রসংঘের চাকুরে। সেখান থেকে প্রশান্ত কিশোরের বর্তমান পরিচয় পলিটিক্যাল স্ট্র্য়াটেজিস্ট বা রাজনৈতিক কৌশল রচয়িতা অর্থাৎ ভোটকুশলী। একের পর নেতার হাত ধরেছেন। তাঁদের জয়ের নেপথ্য় কাণ্ডারী হিসেবে কাজ করেছেন। তাঁরই পরামর্শ মতো চলে এসেছে কাঙ্খিত সাফল্য। এককথায় রাজনীতির 'মেঘনাদ' পিকের হাত ধরেই সাফল্য ছুঁয়ে দেখেছেন একাধিক তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব।মোদী থেকে মমতা, নীতীশ থেকে জগনমোহন যখন যাঁর হাত ধরেছেন প্রশান্ত কিশোর, তখনই তাঁকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিয়েছন তিনি। এক দশকের কেরিয়ারে ধাক্কা খেয়েছেন মাত্র একবারই। ২০১৭ সালে উত্তর প্রদেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। তবে সেবার কংগ্রেস পায় মাত্র সাতটি আসন। তবে তাতে অবশ্য় দমে যাননি পিকে। তারপরও একাধিক নেতা-নেত্রীকে কুর্সিতে বসিয়েছেন পিকে। অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতির 'মেঘনাদ' ছিলেন প্রশান্ত কিশোর। প্রতিপক্ষের সঙ্গে আড়াল থেকে যুদ্ধ করেছেন। ২০১৮ সালে পিকে যোগ সক্রিয় রাজনীতিতে যোগ দেন। JDU-তে প্রশান্ত কিশোর যোগ দেন। যদিও পরে নীতীশের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে। এরপর রাজনীতি ছাড়েন পিকে। বর্তমানে তিনি বিহার জুড়ে 'জন সূরজ যাত্রা' করছেন। সব মিলিয়ে প্রশান্ত কিশোর কথা আলাদাই গুরুত্ব রয়েছে।

    সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে দাবি করেছেন, 'রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের চেয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ভাল পারফরম্যান্স করবে।' প্রশান্ত কিশোরের দাবি, 'বিজেপি পশ্চিমবঙ্গে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে। বিজেপির ফল হবে অবাক করার মতো।' ফেব্রুরায়ির চতুর্থ সপ্তাহে প্রশান্ত কিশোর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'বিজেপি বঙ্গে বড় রাজনৈতিক শক্তি। এবার নির্বাচনে ২০১৯ সালে জয়ী আসন সংখ্যার নীচে যাবে না তারা।'

    প্রশান্ত কিশোরের মতে, বাংলায় ২০১৯-এর লোকসভা নির্বাচনের চেয়ে ভালো ফল করবে বিজেপি। প্রসঙ্গত, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২টি আসন, বিজেপি পেয়েছিল ১৮টি আসন কংগ্রেস দু'টি আসন পেয়েছিল। তাঁর মতে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের চেয়ে ভালো ফল করবে বিজেপি। প্রসঙ্গত, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২টি আসন, বিজেপি পেয়েছিল ১৮টি আসন কংগ্রেস দু'টি আসন পেয়েছিল। সাম্প্রতিক সময়ে প্রশান্ত কিশোর শুধু বাংলার নিয়েই নয়, সর্ব ভারতীয় ক্ষেত্রে বিজেপির দুর্বলতা নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'বিজেপির সব থেকে বড় দুর্বলতা হল প্রধানমন্ত্রী মোদীর উপর নির্ভরতা। মোদীর পরে বিজেপির মুখ কে হবেন তা কেউ জানেন না। তবে পিকে নিশ্চিত, মোদীর পরে যিনি বিজেপির নেতা হবে, তিনি মোদীর থেকেও বেশি ডানপন্থী হবেন।'
  • Link to this news (এই সময়)