• 'মিথ্যে' বিবৃতি প্রকাশে ক্ষুব্ধ শাহিন, ফের অশান্তি পাকিস্তান ক্রিকেটে ...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দু"দিন আগেই অধিনায়ক বদল হয়েছে পাকিস্তানের। শাহিন আফ্রিদিকে সরিয়ে আবার ফিরিয়ে আনা হয়েছে বাবর আজমকে। এবার সেই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শাহিন আফ্রিদির বিবৃতি প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সেই বিবৃতি তাঁর নয় বলে দাবি করেন পাক পেসার। শাহিন আফ্রিদি বলেন, "আমি একটা কথাও বলিনি। এইসব করে বোর্ড অহেতুক পরিস্থিতি জটিল করছে। এরকম ঘটনা পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে।" এরপরই শাহিনের সঙ্গে যোগাযোগ করে বোর্ড কর্তারা। তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়। ক্ষুব্ধ আফ্রিদি পাল্টা প্রশ্ন করেন, কেন নেতৃত্ব বদলের কথা তাঁকে সরাসরি জানানো হয়নি? তাঁর নামে কেন বিবৃতি প্রকাশ করা হয়েছে সেই নিয়েও ক্ষোভ উগড়ে দেন। প্রসঙ্গত, আফ্রিদিকে সরিয়ে বাবরকে অধিনায়ক করার পর তাঁর একটি বক্তব্য প্রকাশ করা হয়। পিসিবির প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয়, "আমি যে সুযোগ পেয়েছিলাম, সেটা উপভোগ করেছি। কিছু ভাল স্মৃতিও আছে। দলের সদস্য হয়ে আমার কর্তব্য বাবর আজমের পাশে থাকা। আগেও ওর নেতৃত্বে খেলেছি। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তৈরি।" আচমকা অধিনায়ক বদল পাকিস্তান ক্রিকেটর জটিলতা আরও বাড়বে বলে মনে করছেন অনেকে। 
  • Link to this news (আজকাল)