• ‌ ভোটের মুখে দীর্ঘতম তাপপ্রবাহের সতর্কবার্তা শোনাল আইএমডি ...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রীতিমতো আতঙ্কের কথা শোনাল আবহাওয়া দপ্তর। দীর্ঘতম তাপপ্রবাহের মরশুম আসতে চলেছে মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে। যা চলতে পারে ২ থেকে ৮ দিন অবধি। আইএমডি’‌র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল থেকে জুন অবধি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। হাওয়া অফিসের এই পূর্বাভাস জানার পরেই গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করে দিয়েছে।শুধু তাই নয়, পরিস্থিতি মোকাবিলায় অ্যাকশন প্ল্যান এর পরিকল্পনা শুরু করেছে অন্তত ২৩ রাজ্য। আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় জানিয়েছে, তাপপ্রবাহ চলকালীন বয়স্ক ও শিশুরা যেন কোনওভাবেই বাড়ির বাইরে বের না হন। প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোট। যা অবস্থা, তাতে গরমে পুড়ে ভোট দিতে যেতে হবে আম আদমিকে। 
  • Link to this news (আজকাল)