• ‌‌১৩ এপ্রিল অবধি ইডি হেফাজতে শেখ শাহজাহান
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হেফাজতে চেয়েছিল ইডি। মঞ্জুর করল আদালত। সোমবার বিকেলে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় সন্দেশখালির শেখ শাহজাহানকে। সওয়াল–জবাব শেষে আদালত ১৩ এপ্রিল অবধি ইডি হেফাজতের নির্দেশ দেয় শাহজাহানকে। এরপরই তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখান থেকে আনা হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এদিকে ইডির আইনজীবী এদিন আদালতে দাবি করেন ভেড়ির ব্যবসার নামে কালো টাকা সাদা করতেন শাহজাহান শেখ। ভুয়ো ভেড়ির মালিকদের কাছ থেকে মাছ কেনার নামে চলত কালো টাকা সাদা করার কাজ। এই বিরাট ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে শাহজাহানকে নিজেদের হেফাজতে চেয়েছিল ইডি। যা মঞ্জুর করেছে আদালত। প্রসঙ্গত, গত ৩০ মার্চ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি। 
  • Link to this news (আজকাল)