• ‌ভোটের জন্য গরমের ছুটিতে বেশ কিছু বদল আনল পর্ষদ
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা ভোট। সাত দফায় হবে ভোট। রাজ্যের বেশির ভাগ স্কুলেই চলবে ভোটগ্রহণ। তাই নির্ধারিত গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুল বন্ধ রাখা হবে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট রয়েছে। সেই কারণে ওই তিন জেলায় ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে। সেই জন্য ২৪ এপ্রিল বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলি বন্ধ থাকবে। এদিকে, ২০২৪ সালের ৬ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হবে। শেষ হবে ২ জুন। তৃতীয় দফার ভোট হবে ৭ মে। আর শেষ দফা ১ জুন। যা গরমের ছুটির মধ্যেই পড়েছে। 
  • Link to this news (আজকাল)