• এপ্রিল পড়তেই ২ কোটি ১৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ১০০০ টাকা
    ২৪ ঘন্টা | ০২ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল থেকেই তা লাগু হল। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত হারে ভাতা পাবেন মহিলারা। ১ এপ্রিল নিয়মমাফিক ব্যাংক বন্ধ তাই ২ এপ্রিল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছবে ২ অথবা ৩ এপ্রিলের মধ্যেই। নবান্ন থেকেই তা নিশ্চিত করা হয়েছে। 

    সোমবার থেকে এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন। তফসিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের মহিলারা ১২০০ টাকা করে পাবেন। আগে এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের মহিলারা ৫০০ টাকা ও তফসিলি জনজাতি সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত খাতের দরুন চলতি মার্চ মাসে যেখানে রাজ্য সরকারের খরচ হয়েছি ল ১ হাজার ১৮৭ কোটি টাকা, তা একলাফে এপ্রিল মাসে হতে চলেছে ২ হাজার ২২৮ কোটি টাকা। বছরে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হতে চলেছে ২৬ হাজার কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গ সরকারের বেশির ভাগ প্রকল্পেই অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই আবেদন করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে নানা জায়গায় আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার শিবিরের।
  • Link to this news (২৪ ঘন্টা)