Lok Sabha Election 2024: ভোট না মেটা পর্যন্ত 'দুই বিছানা আলাদা', কংগ্রেস বিধায়ক স্ত্রীকে নিদান লোকসভার প্রার্থী স্বামীর
এই সময় | ০২ এপ্রিল ২০২৪
২০২৪ সালের লোকসভা নির্বাচনের বাঁশি বেজে গেছে অনেকদিন আগেই। নিজের নিজের শক্তি পরীক্ষায় নামার আগে গা গরমে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এরই মধ্যে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন দলের প্রার্থী তালিকাও। চলছে শাসক-বিরোধীদের নানান বিষয়ে বাক বিতণ্ডাও।এমন পরিবেশে এক ভিন্ন ছবি ধরা পড়েছে মধ্যপ্রদেশের বালাঘাটে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নিজের স্ত্রীকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন এক ব্যক্তি। কিন্তু কেন? কারণ জানার পর রীতিমতো তাজ্জব মানুষ। ওই ব্যক্তির নাম কঙ্কর মুঞ্জারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিএসপির টিকিটে নিজের ভাগ্য পরীক্ষা করছেন তিনি। আর সেই কারণেই নিজের স্ত্রীকে ভোট না হওয়া পর্যন্ত দূরে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। কারণ তাঁর স্ত্রী অনুভা মুঞ্জারে কংগ্রেস বিধায়ক।
২০২৩ সালে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জনগনের ভোটে জিতে নির্বাচিত হয়েছিলেন অনুভা মুঞ্জারে। বর্তমানে তাঁর স্বামী কঙ্কর মুঞ্জারে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিএসপির টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন। এমন পরিস্থিতিতে স্ত্রীকে ভোট শেষ না হওয়া পর্যন্ত আলাদা থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
কংগ্রেস বিধায়ক অনুভা মুঞ্জারে জানিয়েছেন, মতাদর্শের পার্থক্যের কারণে তাঁর স্বামী তাঁকে আলাদা থাকার নির্দেশ দিয়েছেন। তবে লোকসভা নির্বাচনের বিএসপি প্রার্থী কঙ্কর মুঞ্জার জানিয়েছেন, একই ছাদের তলয় দুই ভিন্ন দলের সমর্থক থাকলে লোকেরা কার্যত ‘ম্যাচ ফিক্সিংয়ের’ অভিযোগ আনতে পারেন। ফলে এর প্রভাব ভোটে পড়তে পারে বলে মনে করছেন তিনি।
গত বিধানসভা নির্বাচনে স্বামী স্ত্রী একসঙ্গে ছিলেন। কিন্তু সেইসময় অনুভা মুঞ্জারে বালাঘাট থেকে কংগ্রেস প্রার্থী ছিলেন। এবং তাঁর স্বামী পার্সওয়াদা থেকে গন্ডোয়ান গণতন্ত্র পার্টির প্রার্থী ছিলেন। এমন অবস্থায় তারা কেন আলাদা ছাকতে চায় তা বোঝা খুবই কঠিন। অনুভা দেবী জানিয়েছেন, যে গত ৩৩ বছর ধরে তঁরা বিবাহিত এবং তাঁদের ছেলের সঙ্গে তারা দিব্যি সুখেই আছেন। তিনি আরও বলেন, এমন অনেক মানুষই আছেন যাঁরা ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও একসাথে বাস করেন।
তিনি জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সম্রাট সারস্বতকে পূর্ণসমর্থন দেবেন। তাই বলে নিজের স্বামীর সম্পর্কে খারাপ প্রচারও করবেন না। যে কোনও মূল্যে বালাঘাট থেকে বিজেপিকে পরাজিত করার কথাও জানিয়েছেন তিনি। তবে আসন্ন লোকসভা নির্বাচনে স্বামী না দল কার পাশে থাকবেন তাই নিয়ে আপাতত ঘুম উড়েছে কংগ্রেস বিধায়ক অনুভা মুঞ্জারের।