• টস করতে নেমে ঘরের মাঠেও সমর্থকদের রোষের মুখে হার্দিক
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "মুম্বই কা রাজা কৌন? রোহিত শর্মা।" হার্দিক পাণ্ডিয়া টস করতে নামতেই গ্যালারি থেকে আওয়াজ ভেসে এল। তবে তার অনেক আগেই সমর্থকদের কটূক্তির মুখে পড়েন মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান নেতা। ওয়াংখেড়েতে হার্দিক ওয়ার্মআপ করতে নামতেই সমর্থকদের রোষের মুখে পড়েন। এমন হবে ভেবেই এদিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমসিএ প্যাভিলিয়নে সাধারণ পোশাকে পুলিশ পোস্টিং রাখা হয়। এই ম্যাচটার জন্য ৩০০০ পুলিশকর্মী রয়েছে ওয়াংখেড়েতে। চতুর্থ ওভারে যখন হার্দিক ব্যাট করতে নামেন, ৪ উইকেটে ২০ রান মুম্বইয়ের। স্তব্ধ স্টেডিয়াম। তখন আর কেউ মুম্বইয়ের নেতার উদ্দেশে কোনও মন্তব্য করেনি। হার্দিক ব্যাটিং স্টান্স নেওয়ার পর তাঁর নাম ঘোষণা হতেই ফের টিটকারি মারা শুরু হয়। স্কোয়ার লেগের দিক থেকে শুরু হয়ে, যা গোটা স্টেডিয়ামে ছড়িয়ে যায়। তবে দ্রুত পরিস্থিতি বদলে যায়। তার জন্য মাত্র ৪ বল লাগে হার্দিকের। অন্তত কিছুক্ষণের জন্য। ক্রিজ ছেড়ে বেরিয়ে বার্গারের বলে চার মারেন। এরপর আবার চার। গ্যালারিতে আবার নীল ঢেউ। তারপর হার্দিকের জন্য হাততালিও দেয় সমর্থকরা। তবে এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর আগে টসের সময় তাঁর হয়ে আসরে নামতে হয় সঞ্জয় মঞ্জরেকরকে। হার্দিকের নাম ডাকা মাত্র গ্যালারি থেকে টোন, টিটকারি ভেসে আসে। এরপর সমর্থকদের ভদ্র আচরণ করার আর্জি জানান মঞ্জরেকর। এর আগে আহমেদাবাদ এবং হায়দরাবাদে ফ্যানদের একই আচরণের মুখে পড়তে হয় মুম্বইয়ের নতুন অধিনায়ককে। 
  • Link to this news (আজকাল)