গরমে রীতিমতো হাঁফিয়ে উঠছেন সাধারণ মানুষ। এপ্রিলের শুরুতেই হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি আরও বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরমে আরও বাড়বে অস্বস্তি। দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ।
আগামী দু'তিন দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খুব একটা বদল হবে না। তবে তার পরবর্তী দু'তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে মনে করছেন আবহবিদরা। এদিন আংশিক মেঘলা ছিল আকাশ। ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে এবং বাড়বে তাপমাত্রার পারদ। মঙ্গলবার পশ্চিমবঙ্গে বাড়বে গরম। আবহাওয়া থাকবে অস্বস্তিকর। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বাড়তে পারে গরম। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় হতে পারে ঝড়-বৃষ্টি। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহের শেষে উন্নতি হতে পারে আবহাওয়ার, জানা যাচ্ছে এমনটাই।