WBSEDCL Helpline Number : ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে কোথায় যোগাযোগ? রইল WBSEDCL-এর হেল্পলাইন নম্বর
এই সময় | ০২ এপ্রিল ২০২৪
ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা জলপাইগুড়ি। উত্তরের অন্যান্য জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। গরমের দাবদাহ শুরু হয়ে গিয়েছে দক্ষিণের একাধিক জেলাতেও। এর মধ্যে লোডশেডিং হলে অভিযোগ জানাবেন কোথায়? দেখে নিন যোগাযোগ নম্বরের তালিকা।রাজ্য বিদ্যুৎ পর্ষদের জেলায় জেলায় নির্দিষ্ট বিদ্যুৎ বিভাগ রয়েছে। নির্দিষ্ট কোনও অঞ্চলে বিদ্যুৎ সংযোগের অসুবিধা হলে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। গোটা গ্রীষ্মকাল জুড়ে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার জেরে অনেক সময়ই লোডশেডিংয়ের প্রকোপে পড়তে হয় একাধিক জেলার মানুষকে।
একাধিক জেলায় দু-তিনদিনের বেশি বিদ্যুৎ বিভ্রাটের খবর লক্ষ্য করা গিয়েছে গত বছরেও। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা-র নম্বরে ফোন করে জানাতে পারেন অভিযোগ। বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে কোনও সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন - 8900793503 / 8900793504 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছড়াও 19121 নম্বরে সারা দিনের যে কোনও সময় যোগাযোগ করা যেতে পারে।
উত্তর ২৪ পরগনা জেলার এলাকাভিত্তিক যোগাযোগ নম্বরগুলোর মধ্যে অন্যতম - হাবড়া 03216-237147, অশোকনগর 03216-221357, গাইঘাটা 03215-252224, গোবরডাঙা এলাকায় জন্য 03216-249422, গুমা এলাকার জন্য 03216-227045/48, বনগাঁ 03215-255166, গঙ্গাপোতা 03215-262805, ঠাকুরনগর 03215-244618, বাগদা 03215-263263, গোপালনগর 03215-260213, ব্যারাকপুর এলাকার জন্য 2592-0049, রহরা এলাকার জন্য 2568-2034, সোদপুর এলাকার নম্বর 2595-2772,
জলপাইগুড়িতে মিনি 'টর্নেডো'! লন্ডভন্ড সব কিছু
আগরপাড়া 2565-5933, অরবিন্দ নগর 2541-2778, নৈহাটি 2581-2514, কাঁচড়াপাড়া 2502-6180, হালিশহর 2585-8687, ভাটপাড়া 2581-2764, কাঁকিনাড়া এলাকার জন্য 2581-3206, বারাসত এলাকায় জন্য 2552-3226, barast-২ 2584-0418/17, মধ্যমগ্রাম 2538-3026, নবপল্লী 2542-3690, নোয়াপাড়া 2542-2795, দত্তপুকুর 2536-5514, জিরাট 2536-3712, কদম্বগাছি 2562-9772, বসিরহাট 03217-265235/03217-264455, খোলাপতা এলাকার জন্য 03217-249550, হারোয়া এলাকার জন্য 03217-248268, হাসনাবাদ এলাকার জন্য 03217-233034, স্বরূপনগর 03217-253319, সন্দেশখালি 03217-252330।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকার জন্য 2434-3146, বারুইপুর এলাকার জন্য 2433-2133, মহিনগর 2437-9200/9757, চম্পাহাটি (03218) 261-667, জয়নগর (03218)220-214, কুলতলি 03218-248005, দক্ষিণ বারাসত 03218-222400, মগরহাট (03174)252-233, মথুরাপুর (03218)224-864, লক্ষ্মীকান্তপুর (03174)277-044, ক্যানিং (03218)255-230, বাসন্তী (03218)203131/132, আমতলা 2470-9247, বজবজ এলাকার জন্য 2470-0118, ডায়মন্ড হারবার এলাকার জন্য 03174-255271, সরিশা এলাকার জন্য 03174-245674, ফলতা এলাকার জন্য 03174-225354, কুলপি 03174-266221, কাকদ্বীপ 03210-255056, নামখানা 03210-244243, রুদ্রনগর এলাকার জন্য 03210-242574, পাথর প্রতিমা এলাকার জন্য 03210-267222, বাঁশদ্রনী 2431-4730, গড়িয়া 2435-2249, বোরাল 2428-9339, বোয়ালিয়া 2432-8465, রাজপুর 2477-0551, জীবনতলা এলাকার জন্য (03218)265009 নম্বরে যোগাযোগ করতে পারেন।