• Lok Sabha Election 2024: সব EVM-এর সঙ্গে VVPAT-এর স্লিপ মিলিয়ে দেখার আর্জি, কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের
    এই সময় | ০২ এপ্রিল ২০২৪
  • এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে শুরু ভোট গ্রহণ। ভোট গণনার দিন একটি লোকসভা আসনের অন্তর্গত প্রতিটি বিধানসভায় র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে শুধুমাত্র পাঁচটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) যাচাইয়ের পরিবর্তে সমস্ত ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট পেপার স্লিপ গণনা করা হয়। এবার সব EVM (Electronic Voting Machine) ভোটের সঙ্গে VVPAT (Voter-Verified Paper Audit Trail) স্লিপ মিলিয়ে দেখার আর্জি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাল। EVM-এর সঙ্গে থাকা VVPAT স্লিপ ভোটারদের একটি ব্যালট বক্সে ফেলার অধিকার দেওয়ারও আর্জি জানিয়েছেন এই মামলার আবেদনকারী আইনজীবী অরুণকুমার আগরওয়াল। এই মামলার রায় ভোট শেষে আগেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ।বর্তমানে যে কোনও বিধানসভা কেন্দ্রের মধ্যে বেছে নেওয়া পাঁচটি EVM পড়া ভোটের সঙ্গে VVPAT যন্ত্রে বেরনো স্লিপ মিলিয়ে দেখে নেওয়া হয়। আবেদনকারীর যুক্তি, ২৪ লাখ VVPAT যন্ত্র কিনতে প্রায় খরচ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা। কিন্তু তার মধ্য়ে মাত্র ২০ হাজার VVPAT-এর স্লিপ সংশ্লিষ্ট EVM-এর সঙ্গে মিলিয়ে দেখা হয়। আবদেনকারীর যুক্তি, অনেক সময় VVPAT-এর তথ্য় ও EVM-এ পড়া ভোটের মধ্যে একাধিক পার্থক্যের অভিযোগ সামনে এসেছে। তাই এক্ষেত্রে সব VVPAT স্লিপ গণনা প্রয়োজন। সেই সঙ্গে VVPAT স্লিপএকটি ব্যালট বাক্সে ফেলার অধিকার ভোটারদের দেওয়া উচিত।

    নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, একটির পর একটি করে EVM-এর সঙ্গে VVPAT-এর স্লিপ মিলিয়ে দেখা হয়। সেই বিধিকেও আবেদনকারী চ্যালেঞ্জ করেছেন। তাঁর বক্তব্য, আরও বেশি সংখ্য়ক নির্বাচনী আধিকারিক নিয়োগ বিধানসভা কেন্দ্রের সব VVPAT স্লিপ মিলিয়ে দেখা যায় পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে।

    বিষয়টি নতুন নয়। VVPAT স্লিপের সঙ্গে EVM-এ পড়া ভোট নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে একটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫০ শতাংশ EVM-এর সঙ্গে VVPAT স্লিপ মিলিয়ে দেখার আবেদন নিয়ে ২১টি বিরোধী রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তার আগে প্রতি বিধানসভা কেন্দ্রে যে কোনও একটি বেছে নেওয়া EVM-এর VVPAT-এর স্লিপ সেই EVM-এর পড়া ভোটের সঙ্গে মিলিয়ে দেখা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই EVM-এর সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ।

    এর আগে সব EVM-এ পড়া ভোটের সঙ্গে VVPAT স্লিপ মিলিয়ে দেখার আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস'। গত বছরেরর জুলাই মাসে সেই মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট তখন মন্তব্য় করে, 'নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনস্বার্থ মামলায় অনেক সময় নির্বাচন নিয়ে খুব বেশি সন্দেহ তৈরি করে।'

    জয়রাম রমেশের বক্তব্য, '১০০ শতাংশ EVM-এর ভোট VVPAT-এর সঙ্গে মিলিয়ে দেখার দাবি নিয়ে বারবার INDIA-জোটের প্রতিনিধি দল দেখা করতে চেয়েছিল নির্বাচন কমিশনের সঙ্গে। কিন্তু দেখা করতে চায়নি কমিশন। তাই কমিশনকে সুপ্রিম কোর্টে এই নোটিশ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে কার্যকর হতে গেলে ভোটা মেটার আগে সুপ্রিম কোর্টকে এই মামলার রায় দিতে হবে।'
  • Link to this news (এই সময়)