Heatwave In India : চড়বে পারদ, বইবে লু! লোকসভা ভোটপর্বে গরমের 'খেলা হবে'
এই সময় | ০২ এপ্রিল ২০২৪
এপ্রিল মাস পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে ভোটের মরশুম। আর তার সঙ্গেই শুরু জ্বালাপোড়া গরম। IMD-র পূর্বাভাস, আগামী তিনমাস মারাত্মক তাপপ্রবাহ চলবে দেশজুড়ে। হাঁসফাঁস গরমের মধ্যেই ভোটারদের বুথের সামনে লাইন দিতে হবে।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশে প্রখর দাবদাহ চলবে। চলতি মরশুমে কঠোর এবং শুষ্ক গরম পড়বে ভারতে। এই তিনমাসের মধ্যেই ১০ থেকে ২০ দিনের জন্য প্রবল হিটওয়েভ চলবে।
কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি গরমের প্রভাব?এপ্রিল মাসেই হাঁসফাঁস করা গরম পড়বে মধ্য প্রদেশ, উত্তর এবং উপকূলীয় মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ এবং ওডিশায়। সাধারণত গ্রীষ্মের মরশুমে এক থেকে তিন দিন পর্যন্ত হিটওয়েভ চলে। কিন্তু, চলতি বছর তা বেড়ে দু'থেকে আটদিন হতে চলেছে। এই সময় টানা বইবে লু। চলবে প্রখর তাপপ্রবাহ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অন্ধ্র প্রদেশ, সৌরাষ্ট্র, রচ্ছস মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশের পশ্চিম ভাগে।
এ ছাড়াও IMD-র পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মরশুমে প্রাক বর্ষার বৃষ্টিতেও ঘাটতি দেখা যাবে। উপকূলীয় ভারত, পূর্ব ও দক্ষিণ ক্রান্তীয় এলাকায় শুষ্ক থাকবে বর্ষাকাল।
কী বলছে IMD?IMD-র জেনারেল ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 'স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে দেশের অধিকাংশ রাজ্যে। জম্মু ও কাশ্মীর, হিমালচল প্রদেশ, উত্তর ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতে স্বাভাবিক থাকবে তাপমাত্রা। তবে গোটা দেশ জুড়েই আগামী তিনমাস চলবে হিটওয়েভ। প্রাক বর্ষার বৃষ্টির পরিমাণও কমবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জলের সমস্যা দেখা যাবে দেশের একাধিক অংশে।'
লোকসভা ভোটপর্বে ভয়াবহ গরমউল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফা লোকসভা নির্বাচন চলবে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আগামী ৪ জুন রয়েছে ভোটগণনা। অর্থাৎ প্রখর দাবদাহ এবং হিটওয়েভের মধ্যেই ভোট চলবে দেশে। জ্বালাপোড়া গরমের মধ্যেই বুথে বুথে লাইন দিতে হবে ভোটারদের। এদিকে, শাসক-বিরোধী দুই শিবিরের প্রার্থীরাই জোরকদমে প্রচার শুরু করেছে। প্রবল গরমে শারীরিক সুস্থতা বজায় রাখা তাঁদের ক্ষেত্রেও বেশ কষ্টকর হয়ে দাঁড়াবে।