• Mahua Moitra: ‘বড় ব্যবধানে জিতলেই উপযুক্ত জবাব’, বহিষ্কার-মানহানির ‘বদলা’ নিতে প্রস্তুত মহুয়া
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ এপ্রিল ২০২৪
  • Lok Sabha Elections 2024:

    তাঁর কৃষ্ণনগর লোকসভা আসনটি বড় ব্যবধানে সুরক্ষিত করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে, তৃণমূল নেত্রী নেতা মহুয়া মৈত্র মনে করেন যে তাঁর জয়টি তাকে গত বছর লোকসভা থেকে বহিষ্কার করার “ষড়যন্ত্রের” এবং তল্লাশি অভিযান এবং সমনের মাধ্যমে তাঁর মানহানি করার উপযুক্ত জবাব হবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)