• ‌পণের দাবিতে নিয়মিত অত্যাচার, টয়োটা ফরচুনার না পাওয়ায় বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পণের দাবিতে নিয়মিত অত্যাচার। অবশেষে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধ। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার ইকোটেক–৩ নম্বর এলাকায়। জানা গেছে, ২০২২ সালে বিয়ে হয়েছিল বিকাশ ও করিশমার। বিয়ের সময় মেয়ের পরিবারের তরফে ১১ লক্ষ টাকার সোনা ও একটি এসইউভি দেওয়া হয়েছিল ছেলেকে। এমনটাই জানিয়েছেন মৃতার ভাই দীপক। অভিযোগ, আরও পণের দাবিতে নিয়মিত করিশমার উপর চলত অত্যাচার। শ্বশুরবাড়ির দাবি ছিল নগদ ২১ লক্ষ টাকা ও একটি টয়োটা ফরচুনার গাড়ি। দীপক পুলিশকে অভিযোগে জানিয়েছে গত শুক্রবার বোন করিশমা ফোন করে জানিয়েছিল স্বামী বিকাশ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেছে। এরপরই করিশমার শ্বশুরবাড়িতে ছুটে যান তাঁরা। দেখতে পান করিশমার নিথর দেহ। পুলিশকে করা এফআইআরে দীপক আরও জানিয়েছে, করিশমার কন্যা সন্তান হওয়ার পর অত্যাচার আরও বাড়ে। তখন বিকাশের পরিবারকে আরও নগদ ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু অত্যাচার কমেনি। তারপর এই নতুন দাবি। যার জেরে খুনের অভিযোগ। অভিযোগ দায়ের হয়েছে, বিকাশ, তাঁর মা–বাবা, বোন ও দুই ভাইয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিকাশ ও তাঁর বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজ চলছে। 
  • Link to this news (আজকাল)