• শুক্রবার অবধি দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, সতর্কবার্তা হাওয়া অফিসের...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরবঙ্গে চলছে ঝড়–বৃষ্টি। আর দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানাল, শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বেশ কিছু সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। বলা হয়েছে তাপপ্রবাহ যখন চলবে, তখন বেশিক্ষণ বাইরে না থাকাই উচিত। হালকা সুতির জামা পরার কথা বলা হয়েছে। কোনও কাপড় বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখার কথা বলেছে হাওয়া অফিস। সারা দিনে প্রচুর পরিমাণ জল খাওয়ার কথা বলা হয়েছে। দেহে জলের ভারসাম্য বজায় রাখার জন্য ওআরএস, লস্যি, ঘোল, লেবু–জল খেতে বলা হয়েছে। প্রখর রোদের মধ্যে কাজ এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দিনে যখন তাপমাত্রা কম থাকবে, তখন ভারী কাজ করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বাইরে রোদের মধ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের বার বার বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। নির্দেশিকায়। সন্তানসম্ভবা এবং বয়স্ক, শিশু ও অসুস্থদের বিশেষ ভাবে খেয়াল রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ তারিখ অবধি জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 
  • Link to this news (আজকাল)