• দুই আধিকারিককে সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন
    আজকাল | ০২ এপ্রিল ২০২৪
  • প্রীতি সাহা: দপ্তরে কর্মরত দুই আধিকারিককে সরিয়ে দিতে চলেছে নির্বাচন কমিশন। এই আধিকারিকরা অমিত রায় চৌধুরী ও রাহুল নাথ বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে রাহুল নাথ যুগ্ম নির্বাচনী আধিকারিক বা জয়েন্ট সিইও। সূত্রের খবর, এর আগে এই দুই আধিকারিককে সরিয়ে দেওয়া নিয়ে সরব হয় রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের তরফে কমিশনের কাছে আবেদনও করা হয়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমিশনের কাছে এবিষয়ে আবেদন করেছিলেন। এরই মধ্যে জাতীয় নির্বাচন কমিশন থেকে চিঠি আসে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরে। কমিশন জানতে চায়, রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরে সিনিয়র আধিকারিক কারা রয়েছেন। অমিত রায় চৌধুরী এবং রাহুল নাথের নাম উঠে আসে। তাঁদের সরিয়ে দেও‌য়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যার অর্থ, আসন্ন লোকসভা নির্বাচনে এই আধিকারিকরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না। এই দুই আধিকারিকের জায়গায় তিন জন করে আধিকারিকের নামও চেয়েছে কমিশন।
  • Link to this news (আজকাল)