অরুণাচলের নাম বদলাল চিন' তবে কি এবার অধিগ্রহণ' কী জানাল ভারত'
২৪ ঘন্টা | ০২ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরারবই অরুণাচলের সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বিরোধ রয়েছে ভারতের। এবার অভিযোগ চুপিসারে অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গার নাম বদল চিনের। সূত্রের খবর, চতুর্থ তালিকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাগোয়া অরুণাচলের প্রায় ৩০ টি জায়গায় নাম বদল করেছে চিন। এমনিতেই অরুণাচলপ্রদেশকে 'জাংনান' নামে অভিহিত করেছে চিন। এবার অরুণাচলের অভ্যন্তরে থাকা ৩০টি জায়গার 'স্ট্যান্ডার্ড নাম'-এর তালিকা প্রকাশ করেছে বেজিং।
তবে অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে বলেই দাবি বিদেশ মন্ত্রকের। বিদশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, নাম বদলে কিছু যায় আসে না। তাতে কিছু বদলায় না। সীমান্তে প্রহরায় রয়েছে ভারতের সেনাবাহিনী, তাই ভারতের এই উত্তর-পূর্ব রাজ্যের নিরাপত্তায় কোনও খামতি রাখেনি তারা।