এপ্রিলের শুরুতেই ৩৭ ডিগ্রি! বইবে লু, কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা'
২৪ ঘন্টা | ০২ এপ্রিল ২০২৪
অয়ন ঘোষাল: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ৩৬ ডিগ্রির। পূর্বাভাস ছাপিয়ে এপ্রিলের প্রথম দিনেই ৩৭ ডিগ্রি ছড়িয়ে গেল কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ এর আশেপাশে। বৃহস্পতিবার থেকে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। শনিবার থেকে গনগনে গরম দক্ষিণবঙ্গে। জলীয়বাষ্প পূর্ণ ঘর্মাক্ত গরমের বদলে মাসের প্রথম দিনেই লু এর সাক্ষী কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।
অন্যদিকে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসছে। একটি মঙ্গলবার। দ্বিতীয়টি শুক্রবার। উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত যা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তামিলনাড়ু থেকে মারাঠাওয়াড়ার মধ্যে রয়েছে আরও একটি অক্ষরেখা যা কর্ণাটকের ওপর দিয়ে গেছে। ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও অসমে।এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পারদ ৩৮ এর ঘরে। পশ্চিম এর বেশ কিছু জেলাতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ এর মধ্যে পৌঁছাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়। উত্তরবঙ্গের কিছু জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। আজ মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আর থাকছে না তেমনভাবে। শহর কলকাতায় চলতি সপ্তাহে ৩৮ বা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত লু-এর মতো গরম হাওয়া বইতে পারে শহরে। ভোরে ও বিকেলের পর জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতা অস্বস্তিকর পরিস্থতি তৈরি করবে। বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। দুটি তাপমাত্রাই এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। কাল রাতের তাপমাত্রা ২৭.১ থেকে বেড়ে ২৮.১ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩৫ থেকে একলাফে বেড়ে ৩৭.১ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯২ শতাংশ।