লোকসভা নির্বাচনের প্রচারে এবার উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। BJP অধ্যুষিত রাজ্যে নির্বাচনী সভামঞ্চ থেকে বিরোধীদের একহাত নিলেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, 'অপরাধী, দুর্নীতিবাজরা খুব শীঘ্রই উপযুক্ত শাস্তি পাবে।'উত্তরাখণ্ডের রুদ্রপুরের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, 'মানুষের যা উচ্ছ্বাস চোখে পড়ছে, তাতে এটি নির্বাচনী প্রচারের ব়্যালি না বিজয় মিছিল বোঝা দায়। আমাদের উত্তরাখণ্ডে আরও উন্নয়ন করতে হবে। কেন্দ্রীয় সরকার সেটিই বাস্তবায়নের পথে। আপনারা তো সকলেই জানেন, মোদীর গ্যারান্টি অর্থাৎ সেই গ্যারান্টি পূর্ণ হবেই। তৃতীয় টার্মে আমার টার্গেট আপনাদের ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া।'
এরপর উত্তরাখণ্ডের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, 'আমরা বলি দুর্নীতি হটাও। ওরা বলে দুর্নীতিবাজদের বাঁচাও। ক্ষমতা থেকে ১০ বছর বাইরে থেকে কংগ্রেস উস্কানিমূলক রাজনীতি শুরু করেছে। আপনারা এই ধরণের দলকে শাস্তি দেবেন না? এবার তাদের ময়দানে দাঁড়াতে দেবেন না। কংগ্রেস দেশকে রাজতন্ত্র এবং অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কর্নাটকের একজন নেতা দেশকে দু'ভাগ করার কথা বলেছেন। যারা দেশভাগ করার কথা বলেন তাদের শাস্তি দেওয়া উচিত নয় কি? তবে কংগ্রেস তাঁদেরকেই বেছে বেছে নির্বাচনী টিকিট দিচ্ছে।' বিরোধী জোট দুর্নীতিতে ডুবে থাকে বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'পরিবারবাদী, দুর্নীতিবাজরা আমার বিরুদ্ধে একজোট হয়েছে। আমায় অভিশাপ দিচ্ছে। তবে আমি ওদের ভয় পাই না। যারা গালাগাল করে, দোষারোপ করে তাদের আমি ভয় পাই না।' তাঁর সংযোজন, 'যাদের মানসিকতা সঠিক তাদের ভবিষ্যতও ভালো হবে।'
রাহুল গান্ধীকেও একহাত নিলেন প্রধানমন্ত্রী। এদিনের জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেসের শাহজাদা বলছেন, ফের একবার মোদী ক্ষমতায় এলে তিনি নাকি আগুন লাগিয়ে দেবেন।' গত ১০ বছরে বিজেপির কাজের রিপোর্ট কার্ড তুলে ধরার পাশাপাশি বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের নিশনা করতে গিয়ে বেছে নিয়েছেন 'দুর্নীতি' অস্ত্রকেই। সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন জেলবন্দি দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কয়েক মাস আগেই জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেই গ্রেফতারির প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে একজোট হয় ইন্ডিয়া। মেগা মঞ্চ থেকে মোদীকে 'ম্যাচ ফিক্সার' বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তারই পালটা জবাব এদিন দেন নরেন্দ্র মোদী।